Gerbera Cultivation: গোলাপের চেয়েও আয় বেশি! জারবেরা চাষ করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
অল্প জায়গায় জারবেরা চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব। কীভাবে করবেন জেনে নিন পদ্ধতি।
উত্তর দিনাজপুর: গোলাপের চেয়েও আয় বেশি! জারবেরা চাষ করেই লক্ষ লক্ষ টাকা আয় করুন। ঘর সাজানো হোক কিংবা কোন বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের সাজসজ্জা সবেতেই এখন চাহিদা বাড়ছে রঙ বেরঙের জারবেরা ফুলের। তাই বাড়িতে সামান্য জমি থাকলে এই জারবেরা চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব।
ফুল চাষি তারা প্রসাদ জানান, কেউ এক বিঘা জমিতে যদি ১ লক্ষ টাকা খরচ করে জারবেরা ফুলের চাষ করে। তবে সে সেই জারবেরা গাছ থেকে ৩/৪ লক্ষ টাকা আয় করতে পারবে। জানা যায়,শীতকালেই সাধারণত জারবেরা ফুলের চাষ করা হয়। তবে সারা বছরই গ্রিন বা পলি হাউসে জারবেরা উৎপাদন করা সম্ভব। দীর্ঘদিন সতেজ থাকায় বাজারে ভীষণ চাহিদা থাকে এই জারবেরা ফুলের।
advertisement
advertisement
সঠিকভাবে পরিচর্যা করলে একটি জারবেরা গাছ থেকে বছরে ৩০/৪০ টির বেশি ফুল পাওয়া সম্ভব। স্থানীয় বাজারে অফ সিজনে একটি ফুল ৩০-৬০ টাকা ও শীতের মরশুমে ১০-২০ টাকা দরে বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম থাকলে এক একটা ফুল ৫ থেকে ১০ টাকা করে বিক্রি করলেও মাসিক আয় প্রায় লক্ষ টাকা ছাড়াতে পারে। তবে শুধু ফুল নয় জারবেরা গাছ বিক্রি করেও ভালো টাকা উপার্জন করা যায়।
advertisement
ফুল চাষি তারা প্রসাদ জানান, একটি জারবেরা গাছ থেকে বহু ছোট ছোট চারা বের হয়। একটি জারবেরা গাছ থেকে বছরে ৩০/৪০ টি চারা গাছ হয়। এই চারা গাছ বিক্রি করেও সমান ভাবে লাভবান হওয়া যায়। সাধারণত একটু উঁচু জমি জারবেরা চাষের জন্য উপযুক্ত। দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এই জারবেরা চাষের ভাল ফলন হয়। তবে জারবেরার জমিতে জৈব সার থাকা দরকার এর জন্য পরিমিত পরিমাণে গোবর সার ,পাতা পচা সার, কোকোড ডাস্ট প্রয়োগ করতে হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gerbera Cultivation: গোলাপের চেয়েও আয় বেশি! জারবেরা চাষ করেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন