Skin Care Tips: মোম আর সর্ষের তেল, জাদুকরী এই মিশ্রণে যা ঘটবে ভাবতেও পারবেন না! শুনুন বিশেষজ্ঞের কথা

Last Updated:
Skin Care Tips: বিশেষজ্ঞ ডাক্তার কিংশুক প্রামাণিকের মতে, মোম গোড়ালি ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি দিবে। ত্বকের সমস্য়া রোধ করতে রোজ ব্যবহার করুন মোম ও সর্ষের তেলের মিশ্রণ।
1/5
কেবল মোম আর সর্ষের তেল। আর তাতেই ত্বকের বড় সমস্যা থেকে মুক্তি পাবেন এই শীতকালে। ম্যাজিকের মতো এই টোটকার জন্য খরচও বিশেষ নয়। স্যালোঁ বা পার্লারে গিয়ে হাজার হাজার খরচ না করে এই পদ্ধতিতেই ত্বকের যত্ন নিন। (তথ্য- পিয়া গুপ্তা)
কেবল মোম আর সর্ষের তেল। আর তাতেই ত্বকের বড় সমস্যা থেকে মুক্তি পাবেন এই শীতকালে। ম্যাজিকের মতো এই টোটকার জন্য খরচও বিশেষ নয়। স্যালোঁ বা পার্লারে গিয়ে হাজার হাজার খরচ না করে এই পদ্ধতিতেই ত্বকের যত্ন নিন। (তথ্য- পিয়া গুপ্তা)
advertisement
2/5
আর এই টোটকার বিষয়ে জানাচ্ছেন উত্তর দিনাজপুরের বিশেষজ্ঞ ডাক্তার কিংশুক প্রামাণিক। আপনার কি শীতকালে পা ফাটছে? ক্রিম দিয়েও ঠিক হচ্ছে না? ফাটা পা ঠিক করতে ম্যাজিকের মতো কাজ করবে মোম।
আর এই টোটকার বিষয়ে জানাচ্ছেন উত্তর দিনাজপুরের বিশেষজ্ঞ ডাক্তার কিংশুক প্রামাণিক। আপনার কি শীতকালে পা ফাটছে? ক্রিম দিয়েও ঠিক হচ্ছে না? ফাটা পা ঠিক করতে ম্যাজিকের মতো কাজ করবে মোম।
advertisement
3/5
বিশেষজ্ঞের মতে, মোম গোড়ালি ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি দিবে। একটি পাত্রে সামান্য মোম নিয়ে প্রথমে গলিয়ে ফেলুন। এর পর দু’চামচ সর্ষের তেল ঢেলে মিশ্রণ তৈরি করে নিন। ঠান্ডা হয়ে গেলে এটি পায়ের ফাটা অংশে লাগান।
বিশেষজ্ঞের মতে, মোম গোড়ালি ফাটার সমস্যা থেকে চিরতরে মুক্তি দিবে। একটি পাত্রে সামান্য মোম নিয়ে প্রথমে গলিয়ে ফেলুন। এর পর দু’চামচ সর্ষের তেল ঢেলে মিশ্রণ তৈরি করে নিন। ঠান্ডা হয়ে গেলে এটি পায়ের ফাটা অংশে লাগান।
advertisement
4/5
তার পর এটি শুকিয়ে গেলে পা মুছে ফেলুন। ফাটা পায়ের সমস্যা যতদিন পর্যন্ত নির্মূল হচ্ছে না আপনাকে এভাবে মোম ব্যবহার করতে হবে। ধীরে ধীরে দেখবেন গোড়ালি আগের চাইতে অনেক বেশি মসৃণ হয়ে গিয়েছে।
তার পর এটি শুকিয়ে গেলে পা মুছে ফেলুন। ফাটা পায়ের সমস্যা যতদিন পর্যন্ত নির্মূল হচ্ছে না আপনাকে এভাবে মোম ব্যবহার করতে হবে। ধীরে ধীরে দেখবেন গোড়ালি আগের চাইতে অনেক বেশি মসৃণ হয়ে গিয়েছে।
advertisement
5/5
এর মাঝে ত্বকে কিন্তু ময়েশ্চারাইজার দিতে ভুলবেন না। উল্লেখ্য, শীতে হাত-পায়ের ত্বক ফেটে যায়। বিশেষ করে পায়ের গোড়ালি ফেটে যায়। যা ভীষণ বিরক্তিকর। অনেক সময় এই ফাটা পা যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।
এর মাঝে ত্বকে কিন্তু ময়েশ্চারাইজার দিতে ভুলবেন না। উল্লেখ্য, শীতে হাত-পায়ের ত্বক ফেটে যায়। বিশেষ করে পায়ের গোড়ালি ফেটে যায়। যা ভীষণ বিরক্তিকর। অনেক সময় এই ফাটা পা যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
advertisement