ICICI Bank savings account charges: আইসিআইসিআই ব্যাঙ্কে সেভিংস একাউন্ট রয়েছে? টান পড়তে পারে পকেটে, বদলাল একাধিক পরিষেবার খরচ

Last Updated:

ICICI Bank savings account charges: মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে ভারতে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই। আইসিআইসিআইয়ের মার্কেট ক্যাপিটালাইজেশন মোট ৭.৭ লক্ষ কোটি টাকা। 

আইসিআইসিআই ব্যাঙ্ক।
আইসিআইসিআই ব্যাঙ্ক।
মুম্বই: মে মাসের শুরুতেই ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক পরিষেবার খরচে বদল করেছে বিভিন্ন ব্যাঙ্ক। যার মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের পরিষেবার খরচে। মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে ভারতে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই। আইসিআইসিআইয়ের মার্কেট ক্যাপিটালাইজেশন মোট ৭.৭ লক্ষ কোটি টাকা।
১। ডেবিট কার্ডের খরচ: ডেবিট কার্ডের বার্ষিক খরচ বদলাল, গ্রামের ব্রাঞ্চগুলির ক্ষেত্রে এই খরচ দাঁড়াল ৯৯ টাকা। শহরের ব্রাঞ্চগুলির ক্ষেত্রে এই খরচ ২০০ টাকা।
advertisement
২। চেক বইয়ের খরচ: প্রথম ২৫টি চেক বিনামূল্যে, তার পরে প্রতিটি চেকের খরচ ৪ টাকা করে।
advertisement
৩। আইএমপিএসের খরচ: ১০০০ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন হলে প্রতিটি ট্রানজ্যাকশনে খরচ পড়বে আড়াই টাকা করে। ১০০০ টাকার বেশি এবং ২৫ হাজার টাকার কম টাকার ট্রানজ্যাকশন হলে প্রতিটি ট্রানজ্যাকশনে খরচ ৫ টাকা করে। আর ২৫ হাজার টাকার বেশি এবং ৫ লাখ টাকার কমের ট্রানজ্যাকশন হলে আইসিআইসিআই ব্যাঙ্কে খরচ পড়বে ১৫ টাকা করে।
advertisement
৪। চেক দিয়ে পেমেন্ট বন্ধ করার খরচ:
চেক ইস্যু করে পেমেন্ট বন্ধ করতে হলে কত খরচ হবে জানিয়েছে এই ব্যাঙ্ক। কাস্টোমার কেয়ার এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেকের পেমেন্ট বন্ধ করার খরচ ১০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ICICI Bank savings account charges: আইসিআইসিআই ব্যাঙ্কে সেভিংস একাউন্ট রয়েছে? টান পড়তে পারে পকেটে, বদলাল একাধিক পরিষেবার খরচ
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement