Lok Sabha Elections 2024: 'কংগ্রেস হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব', ভোটারদের হুমকি কংগ্রেস বিধায়কের
- Published by:Ratnadeep Ray
- trending desk
Last Updated:
Lok Sabha Elections 2024: রাজু চিক্কোডির কর্ণাটকের কাগওয়াড়ের বিধায়ক। লোকসভা ভোটের প্রচারে জুগালাতোতে সভা করে কংগ্রেস। সেখানেই এ কথা বলেন তিনি।
কর্নাটক: কংগ্রেস হেরে গেলে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। ভোটারদের এই ভাষাতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রাজু কাগের বিরুদ্ধে। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। রাজু চিক্কোডির কর্নাটকের কাগওয়াড়ের বিধায়ক। লোকসভা ভোটের প্রচারে জুগালাতোতে সভা করে কংগ্রেস। সেখানেই এ কথা বলেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল ভিডিওতে রাজু কাগেকে বলতে শোনা যাচ্ছে, “আপনি যদি আমাদের বিপুল ব্যবধানে না জেতান, তাহলে বিদ্যুৎ সংযোগ কেটে দেব। কোনও কথার কথা বলছি না, এটাই করব।”
advertisement
advertisement
এবারই প্রথম নয়। এর আগেই একাধিকবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছেন রাজু কাগে। মঙ্গলবার বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশেও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার আগে মমদাপুরে নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাসবহুল জীবনযাপন করেন বলে কটাক্ষ করেছিলেন রাজু কাগে। তাঁর দাবি, মোদি ৩ হাজার কোটি টাকার বিমানে চড়েন, ৪ লাখ টাকার স্যুট পরেন।
advertisement
ভোটারদের হুমকি দেওয়াকে মোটেই ভাল চোখে দেখছে না বিজেপি। কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাঁরা। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “কংগ্রেস বিধায়কের মন্তব্য থেকে প্রমাণ হয়ে গেল এরা মহব্বত কি দুকান নয়, এঁরা ধমকি কি ভাইজান”।
তবে শুধু কংগ্রেস বিধায়ক রাজু কাগে নয়, ভোটারদের হুমকি দেওয়ার প্রসঙ্গে বিজেপি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে টেনেও হাত শিবিরকে তীব্র আক্রমণ শানিয়েছে। পদ্ম শিবিরের অভিযোগ, শিবকুমার তাঁর ভাইকে ভোট দেওয়ার জন্য ভোটারদের শাঁসাচ্ছেন। বলছেন, ভাইকে ভোট না দিলে কোনও কাজ করা হবে না, এমনই অভিযোগ বিজেপির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 4:34 PM IST