IPL 2024 Mumbai Indians: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?

Last Updated:

IPL 2024 Mumbai Indians: শাস্তির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশের সব খেলোয়ারদের। মঙ্গলবারের আইপিএল ম্যাচে কী করেছিলেন মুম্বইয়ের খেলোয়ারেরা?

হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়া।
লখনউ: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই ভারতীয় বোর্ডের শাস্তির মুখে পড়তে হল হার্দিক পান্ডিয়াদের। শাস্তির কোপ থেকে বাঁচলেন না রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, যশপ্রীত বুমরাও। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়েন্টস ম্যাচের ঘটনা। শাস্তির মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশের সব খেলোয়ারদের।
মঙ্গলবারের আইপিএল ম্যাচে কী করেছিলেন মুম্বইয়ের খেলোয়ারেরা? জানা গিয়েছে এমআই বনাম এলএসজির ম্যাচে স্লো ওভাররেটের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে হার্দিকদের। একই অপরাধ এই মরসুমে দ্বিতীয় বার করার জন্য শাস্তির পরিমাণ কিছুটা বেড়েছে হার্দিকদের।
advertisement
advertisement
অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা জরিমানা হয়েছে হার্দিকের। হার্দিককে স্লো ওভার রেটের জন্য দিতে হবে ২৪ লক্ষ টাকা। তবে শাস্তির কোপ থেকে বাঁচেননি বাকিরাও। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম দলের বাকি ১০ জনকে দিতে হবে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা (যেটার পরিমাণ কম হবে)।
advertisement
মঙ্গলবারের আইপিএল ম্যাচে লখনউ দুরমুশ করেছে মুম্বইকে। লখনউয়ের বিরুদ্ধে ২০ ওভারে মাত্র ১৪৪ রান করে মুম্বই। নেহাল ওয়াদিয়া, টিম ডেভিড এবং ঈশান কিসান ছাড়া কেউই সফল হননি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরে প্রথম বলেই শূন্য করে আউট হন অধিনায়ক হার্দিক। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মাও। এই ম্যাচে হারের ফলে নয় নম্বরে নেমে গিয়েছে মুম্বই, অন্য দিকে তিন নম্বরে উঠেছে  লখনউ।  আইপিএলের প্লে অফে যাওয়া ক্রমশ কঠিন হচ্ছে মুম্বইয়ের, তার মধ্যেই বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়ল গোটা মুম্বই দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 Mumbai Indians: বিশ্বকাপের দল নির্বাচনের দিনেই শাস্তি হার্দিকের, বাঁচলেন না রোহিত-বুমরাও, কী করেছিলেন?
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement