MI vs LSG: মুম্বইকে হেলায় হারাল লখনউ, লিগ টেবিলে তৃতীয় স্থানে কেএল রাহুলের দল

Last Updated:

IPL 2024, MI vs LSG: ঘরের মাঠে সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল লখনউ সুপার জায়ান্টস। ২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কেএল রাহুলের দল।

লখনউ: ঘরের মাঠে সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল লখনউ সুপার জায়ান্টস। ২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কেএল রাহুলের দল। এদিন ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে লখনউ। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪৪ রানে আটকে রাখে এলএসজির বোলিং অ্যাটাক। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পায় এলএসজি। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল লখনউ।
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এদিন ছন্দে পাওয়া যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া কেউই পান পাননি। নেহাল ওয়েধেরার ৪৬, টিম ডেভিডের ৩৫ ও ইশান কিশানের ৩২ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মহসিন খান।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি লখনউয়ের। আরশিন কুলকার্নি খাতা না খুলেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করেন কেএল রাহুল ও মার্কাস স্টয়নিস। ২৮ রান করে আউট হন রাহুল। নিজের ইনিংস চালিয়ে যান স্টয়নিস। অর্ধশতরান পূরণ করেন স্টয়নিস। দীপক হুডার সঙ্গে মিলে ৪০ রান যোগ করে স্টয়নিস। দীপক হুডা আউট হন ১৮ রান করে।
advertisement
advertisement
এরপর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি মার্কাস স্টয়নিস। দলের ১১৫ রানে আউট হন স্টয়নিস। ৬২ রান করেন তিনি। তবে দলের জয়ের ভিত তৈরি করে দেন স্টয়নিস। তবে শেষের দিকে অ্যাস্টন টার্নার ও আয়ূশ বাদোনি দ্রুত আউট হওয়ায় কিছুটা চাপ বেড়েছিল। তবে শেষের দিকে নিকোলাস পুরান ১৪ ওক্রুণাল পান্ডিয়া ১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন।
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs LSG: মুম্বইকে হেলায় হারাল লখনউ, লিগ টেবিলে তৃতীয় স্থানে কেএল রাহুলের দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement