Sim cards block in Pakistan: সরকারকে কর দেননি, বন্ধ হয়ে যাচ্ছে ৫ লাখের উপর সিম কার্ড, কড়া পদক্ষেপ পাকিস্তান সরকারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sim cards block in Pakistan: কর ফাঁকি দেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সরকার। ২০২৩ সালে যারা কর দেননি, তাদের মোবাইলের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে।
কর ফাঁকি দেওয়ার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সরকার। ২০২৩ সালে যারা কর দেননি, তাদের মোবাইলের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ (এফবিআর) এমনই জানিয়েছে একটি ইনকাম ট্যাক্স জেনারেল অর্ডারে। কর না দেওয়ার জন্য ফ্রিচজ হয়ে যাবে ৫ লাখ ৬ হাজার ৬৭১টি সিম কার্ড।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ পাকিস্তান টেলিকমিউনিকেশান অথারিটিকে জানিয়েছে, তারা যেন সব টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেয় করখেলাপি ৫,০৬,৬৭১টি সিম বন্ধ করে দিতে। সিম ব্যানের সময়সীমা দেওয়া হয়েছে ১৫ মে পর্যন্ত।
advertisement
advertisement
এফবিআরের হিসাব অনুযায়ী, পাকিস্তানে পাঁচ লাখেরও বেশি নাগরিকের আয় করযোগ্য, কিন্তু এরা কেউই ২০২৩ সালে আয়কর ফাইল করেননি। পাকিস্তান সরকার এই ৫,০৬,৬৭১টি সিম কার্ড বন্ধ করার মাধ্যমে জনগণকে বার্তা দিতে চায় যাতে নিম্নবিত্ত নাগরিকেরাও এ বার আয়কর ফাইল করেন এবং নিজেদের আয় সম্পর্কে পাকিস্তান সরকারের কাছে নিজেরা স্বচ্ছ থাকেন। তবে দেশের নাগরিকদের আয়করের আয়তায় আনার জন্য সরকারের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এফবিআরের হিসাব অনুযায়ী পাকিস্তানে আয়কর দিয়েছেন ৫৩ লক্ষ নাগরিক।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 3:59 PM IST