T20 World Cup 2024: কেন টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন রিঙ্কু সিং, জানা গেল কারণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
টি২০ আন্তর্জাতিকেও ভারতের হয়ে ভালই খেলেছেন রিঙ্কু সিং, তার পরেও ভারতীয় দলে জায়গা না হওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে রিঙ্কুর খেলা দেখে অনেকেই আশা করেছিলেন ভারত নতুন ফিনিশার পেল।
মঙ্গলবারই ঘোষণা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দল। দলে কেকেআর থেকে জায়গা পাননি কোনও খেলোয়ার। চার সদস্যের রিজার্ভ দলে জায়গা পেলেও প্রথম ১৫ জনের দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ।
টি২০ আন্তর্জাতিকেও ভারতের হয়ে ভালই খেলেছেন রিঙ্কু সিং, তার পরেও ভারতীয় দলে জায়গা না হওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে রিঙ্কুর খেলা দেখে অনেকেই আশা করেছিলেন ভারত নতুন ফিনিশার পেল। বিশেষ করে যখন ফিনিশার সমস্যায় মাঝেমাঝেই ভুগতে হয় ভারতীয় ব্যাটিং লাইন-আপকে তখন রিঙ্কু ভরসার জায়গা হয়ে উঠতেই পারতেন। ভক্তরাও হতাশ রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে। এর মধ্যেৃই কেন বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না রিঙ্কু তা নিয়ে মুখ খুললেন সনীল গাভাসকর।
advertisement
advertisement
এক সংবাদমাধ্যমকে সুনীল গাভাসকর জানিয়েছেন, রিঙ্কু এ বারের আইপিএলে ততটা ছন্দে নেই। এই বারের আইপিএলে কেকেআরের হয়ে ততটা ব্যাটিংয়ের সুযোগ পাননি, তাই হয়তো নির্বাচকেরা রিঙ্কুকে বিশ্বকাপের দলে রাখেননি।
রিঙ্কু ২০২৪-এর আইপিএলে মাত্র ৮২টি বল খেলার সুযোগ পেয়েছেন। ২০.৫০ গড়ে মোট ১২৩ রান করেছেন রিঙ্কু, সর্বোচ্চ ২৬ রান। দিল্লির বিরুদ্ধে কলকাতার ম্যাচে তিন নম্বরে নামলেও খুব একটা সফল হননি। হতে পারে এটাই বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ। ফিনিশার হিসাবে দলের সম্ভবত থাকবেন শিবম দুবে, যিনি বলও করতে পারেন। যদিও নির্বাচিত ১৫ জনের দলে বদল করারও সুযোগ রয়েছে, এই দল ভারত বদলাতে পারবে ২৫ মে পর্যন্ত। বিশ্বকাপ শুরু হতে চলেছে ২ জুন, ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2024 2:45 PM IST