নয়াদিল্লি: UIDAI এর তরফে আধার কার্ড (Aadhaar Card)হোল্ডারদের জন্য জরুরি তথ্য জানানো হয়েছে ৷ আপনার আধার কার্ডে ঠিকানা ও জন্ম তারিখ বদলাতে চাইলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ সামান্য কয়েকটি সেপ্টস ফলো করে অনলাইনেই আধার কার্ডে থাকা ভুল সহজেই সংশোধন করে ফেলতে পারবেন ৷
আরও পড়ুন: পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে মাত্র ১০ হাজার টাকা সেভিংস করে পেয়ে যাবেন ১৬ লক্ষ টাকা!
কীভাবে আধারে কারেকশন করবেন ?
আধার কার্ডে কোনও কিছু বদলাতে চাইলে সবার প্রথমে Aadhaar Self Service Update Portal (uidai.gov.in)-এ যেতে হবে ৷ এরপর Update Your Aadhaar অপশনে ক্লিক করতেই একটি নতু পেজ খুলে যাবে ৷
আরও পড়ুন: অনলাইন বা অফলাইন, কীভাবে খুলবেন NPS অ্যাকাউন্ট? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড...
এই ভাবে আপডেট করুন ঠিকানা, নাম ও জন্মতারিখ-Update Your Aadhaar অপশনে ক্লিক করতেই Update Address in your Aadhaar এর ভিতরে দেওয়া Update Demographics Data Online অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে আপনার নাম, জন্মতারিখ, Gender, Address and Language Online লেখা দেখা যাবে এবং তার নীচে Proceed To Update Aadhaar লেখা থাকবে ৷ এখানে ক্লিক করতে হবে ৷
এবার নতুন একটি পেজ খুলে যাবে যেখানে আপনার আধার কার্ডের নম্বর দিতে হবে ৷ আধার নম্বর দেওয়ার পর একটি Captcha দেওয়া হবে ৷ Captcha দিয়ে Send OTP তে ক্লিক করতে হবে ৷ এরপর ক্লিক করতে হবে Update Demographics Data ৷ এরপর যে ডেটা চেঞ্জ করতে চাইবেন সেটি চেঞ্জ করে Proceed করুন ৷ যে ভুল সংশোধন করতে চাইবেন সেই সংক্রান্ত ডকুমেন্টস জমা করতে হবে ৷
কী কী ডকুমেন্ট জমা দিতে হবে ?
UIDAI অনুযায়ী, আধারের Proof Of Identity-র জন্য ৩২ টি ডকুমেন্ট গ্রহণ করা হয় ৷ Proof Of relationship-এর জন্য ১৪টি ডকুমেন্ট এবং DOB এর জন্য ১৫টি আর Proof of Address (PoA) এর জন্য ৪৫টি ডকুমেন্ট গ্রহণ করা হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, UIDAI