#নয়াদিল্লি: কাজের সূত্রের অনেককেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয় ৷ সে ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা মনে আসে সেটা হল নতুন জায়গায় গিয়ে ভোটার আইডি কার্ড কীভাবে বানাবেন এবং এর জন্য কী কী ডকুমেন্ট জমা দিতে হবে ৷ এর জন্য চিন্তা করার কোনও দরকার নেই ৷ কারণ বেশ কিছু স্টেপ্স ফলো করে বাড়িতে বসেই ভোটার আইডি কার্ডে ঠিকানা বদলাতে পারবেন ৷
আরও পড়ুন: মাত্র ৭০ হাজার টাকায় শুরু করা যাবে এই ব্যবসা, আয় হবে লাখ টাকার বেশি!
চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ ফার্স্ট টাইম ভোটাররা সহজেই ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন ৷
আরও পড়ুন: ১০ লক্ষ টাকার বেশি বেতনেও দিতে হবে না কোনও ট্যাক্স! জানুন কী ভাবে!
বাড়িতে বসে কী ভাবে ভোটার আইডি কার্ডে বদলাবেন ঠিকানা ?
- প্রথমে ভোটার সেবা পোর্টালে লগইন বা রেজিস্টার করতে হবে
- এরপর ‘Correction of entries in electoral roll’ সেকশন সিলেক্ট করতে হবে
- নতুন পেজ খুলে যেতে ফর্ম ৮ দেখতে পাবেন যার উপরে আপনাকে ক্লিক করতে হবে
- এবার ভোটার আইডি কার্ডে কারেকশনের অপশন সামনে আসবে
- এখানে আপনার সম্পর্কে সমস্ত জরুরি তথ্য দিতে হবে এমনকি বাড়ির ঠিকানাও
- তথ্য দেওয়ার পর বেশ কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে ৷ এর মধ্যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সামিল রয়েছে
-এবার যে তথ্যটি বদলাতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে
- এরপর নিজের মোবাইল নম্বর বা ই-মেল আইডি দিতে হবে
- সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার কাজ শেষ৷ ভেরিফিকেশনের পর আপনাকে ভোটার আইডি কার্ড পাঠিয়ে দেওয়া হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Voter ID Card