ITR Filing: ১০ লক্ষ টাকার বেশি বেতনেও দিতে হবে না কোনও ট্যাক্স! জানুন কী ভাবে!

Last Updated:

ITR Filing: এই ৭টি পদক্ষেপ অনুসরণ করলে কাটা হবে না কোনও ট্যাক্স-

#নয়াদিল্লি: যাঁদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকা তাঁদের সরকারকে কর হিসেবে মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়। তবে সঠিক পরিকল্পনার সঙ্গে বিনিয়োগ করলে ১০.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর কোনও ট্যাক্স প্রদান করতে হবে না। কী ভাবে? নিচে বিস্তারিত আলোচনা করা হল।
এই ৭টি পদক্ষেপ অনুসরণ করলে কাটা হবে না কোনও ট্যাক্স-
যাঁদের বয়স ৬০ বছরের কম এবং বার্ষিক আয় ১০.৫ লক্ষ টাকা, তারা ট্যাক্সের ৩০% স্ল্যাবের মধ্যে পড়বেন।
advertisement
১। প্রথমে মোট বার্ষিক আয় থেকে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে সরিয়ে নিতে হবে কারণ সরকারি নিয়ম অনুযায়ী ওই টাকায় কোনও কর ধার্য করা হয় না।
advertisement
করযোগ্য আয়- (১০,৫০,০০০০-৫০,০০০) টাকা = ১০,০০,০০০ টাকা।
২। ভারতীয় কর আইনের 80C-এর অধীনে ইপিএফ (EPF), পিপিএফ (PPF), ইএলএসএস (ELSS) এবং এনএসসি (NSC)-তে বিনিয়োগ করে ১.৫ লক্ষ টাকার ওপর ট্যাক্স ছাড় পাওয়া যাবে। এর মধ্যে সন্তানের শিক্ষার খরচও যুক্ত করা যেতে পারে।
advertisement
করযোগ্য আয়- (১০,০০০,০০০- ১,৫০,০০০) টাকা = ৮,৫০,০০০ টাকা।
৩। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) প্রকল্পে বার্ষিক ৫০ হাজার টাকা লগ্নি করে ওই পরিমান আয়কে ইনকাম ট্যাক্স আইন ৮০CCD (1B)-এর আওতায় করমুক্ত করা যেতে পারে।
করযোগ্য আয়- (৮,৫০,০০০-৫০,০০০) টাকা = ৮,০০,০০০ টাকা।
৪। যাঁরা হোম লোন নিয়ে নিয়মিত মাসিক কিস্তি পরিশোধ করেন তাঁরা আয়কর আইন 24B-এর অধীনে ২ লক্ষ টাকার সুদে কর ছাড়ের সুবিধা পাবেন।
advertisement
করযোগ্য আয়- (৮,০০,০০০-২,০০,০০০) টাকা = ৬,০০,০০০ টাকা।
৫। ভারতীয় আয়কর ধারা ৮০D অনুযায়ী, স্ত্রী, সন্তান এবং নিজের স্বাস্থ্য বিমার ওপর ২৫ হাজার টাকা এবং বাবা-মায়ের জীবন বিমার ক্ষেত্রে ৫০ হাজার টাকার ওপর সরকার কোনও কর ধার্য করে না। অর্থাৎ, মোট এই ক্ষেত্রে মোট ৭৫ হাজার টাকার ওপর ট্যাক্স ছাড় পাওয়া যাবে।
advertisement
করযোগ্য আয়- (৬,০০,০০০-৭৫,০০০) টাকা = ৫,২৫,০০০ টাকা।
৬। কোনও সংস্থায় অনুদান বা সমাজকল্যাণ মূলক খরচার জন্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ৮০G-এর অধীনে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত করা যায়। এখানে বলে রাখা ভালো, এই ২৫ হাজার টাকার ওপর ট্যাক্স ছাড় পাওয়ার জন্য অনুদানের রসিদ বা যথাযথ প্রমাণ দেখাতে হবে।
advertisement
করযোগ্য আয়- (৫,২৫,০০০-২৫,০০০) টাকা = ৫,০০,০০০ টাকা।
৭। অবশেষে হাতে করযোগ্য আয় পড়ে থাকে ৫ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকার ট্যাক্স হবে ১২,৫০০ টাকা (২.৫ লক্ষ টাকার ৫%)। যেহেতু ৫ লক্ষ টাকার স্ল্যাবে ১২,৫০০ টাকা সরকারি ছাড় প্রদান করা হয়, সেক্ষেত্রে অবশেষে প্রদত্ত করের পরিমাণ দাঁড়ায় শূন্য!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR Filing: ১০ লক্ষ টাকার বেশি বেতনেও দিতে হবে না কোনও ট্যাক্স! জানুন কী ভাবে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement