LPG Connection: বাড়িতে বসেই বিনামূল্যে আবেদন করতে পারবেন নতুন গ্যাস কানেকশনের জন্য, দেখে নিন পুরো পদ্ধতি...

Last Updated:

এই ভাবে অনলাইনে করুণ আবেদন...

#নয়াদিল্লি: এলপিজি গ্যাস কানেকশনের ( LPG Connection) জন্য ৫ থেকে ৬ হাজার টাকা খরচা করতে হয় ৷ তবে এই কানেকশন ফ্রিতেও পেতে পারেন ৷ সরকারের তরফে একটি যোজনা শুরু করা হয়েছে যার মাধ্যমে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে ৷ যোজনার নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) ৷ আপনিও এই যোজনার সুবিধা নিতে চাইলে বাড়িতে বসেই এর জন্য আবেদন করতে পারবেন৷ এই স্কিমের সুবিধা তাঁরাও নিতে পারবেন যাঁদের স্থায়ী কোনও ঠিকানা নেই ৷
দেখে নিন কারা পাবেন এই সুবিধা ?
এই যোজনার সুবিধা শহরে বসবাসকারী গরিব পরিবাররা পাবেন ৷ এর পাশাপাশি চাকরির জন্য দেশের বিভিন্ন প্রান্তে জায়গা বদলাতে থাকা ব্যক্তিরাও এই সুবিধা পাবেন ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই স্কিমে প্রথমেই ১ কোটি গ্যাস কানেকশন দেওয়া ঘোষণা করেছেন ৷
advertisement
advertisement
২০১৬ সালে শুরু হয়েছিল এই যোজনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ মে ২০১৬ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) শুরু করেছিল ৷ মহিলাদের সুবিধার্থে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার গ্যাস কানেকশন ( LPG Connection) দেওয়ার উদ্দেশ্যে এই যোজনা বানিয়েছিল ৷ এই যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার কানেকশনের ( LPG Connection) জন্য বাড়িতে বসেই আবেদন জানাতে পারবেন ৷ আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷ আবেদনকারীর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিপিএল কার্ড (BPL Card) থাকা বাধ্যতামূলক ৷
advertisement
এই ভাবে অনলাইনে করুণ আবেদন...
  1. এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  2. pmujjwalayojana.com এ ক্লিক করতে হবে
  3. হোমপেজে ডাউনলোড ফর্মে গিয়ে ক্লিক করতে হবে
  4. ডাউনলোড ফর্মে ক্লিক করার পর পিএম উজ্জ্বলা যোজনার ফর্ম চলে আসবে
  5. এবার ফর্মে নিজের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে
  6. এরপর ওটিপি জেনারেট করার জন্য বটন ক্লিক করতে হবে
  7. এরপর ডাউনলোড করে নিন ফর্ম
advertisement
ফর্ম নিকটবর্তী এলপিজি গ্যাস এজেন্সিতে জমা করতে হবে
ফর্ম ডাউনলোড করে নিকটবর্তী এলপিজি এজেন্সিতে জমা করতে হবে ৷ এর সঙ্গে আধার কার্ড, স্থানীয় ঠিকানার প্রমান পত্র, বিপিএল রেশন কার্ড ও ফটো জমা দিতে হবে ৷ ডকুমেন্ট ভেরিফাই করার পর আপনি এলপিজি কানেকশন পেয়ে যাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Connection: বাড়িতে বসেই বিনামূল্যে আবেদন করতে পারবেন নতুন গ্যাস কানেকশনের জন্য, দেখে নিন পুরো পদ্ধতি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement