e-SHRAM card: শীঘ্রই বানিয়ে ফেলুন এই কার্ড, বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন-
#নয়াদিল্লি: অসংগঠিত সেক্টরের শ্রমিক থেকে হেয়ার ড্রেসার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মোটর মেকানিক অথবা রিক্সাচালক বা ঠেলাওয়ালাদের জন্য এই খবরটি জেনে রাখা বেশ জরুরি ৷ ২৬ অগাস্ট মোদি সরকার অসংগঠিত সেক্টরের শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল (e-SHRAM Portal) লঞ্চ করেছে ৷ আপনি যদি এই কার্ড তৈরি করেন তাহলে আপনিও সরকারের তরফে একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷
ই-শ্রম পোর্টালে (e-SHRAM Portal) অসংগঠিত সেক্টরের শ্রমিকরা নিজেদের কার্ড বানাতে পারবেন ৷ কার্ড হোল্ডারদের সরকারের তরফে সাহায্য করা হবে ৷ পাশাপাশি সরকারি যোজনার লাভও পেয়ে যাবেন কার্ড হোল্ডাররা ৷ এখানে দেশের সমস্ত শ্রমিকদের রেকর্ড থাকবে ৷ কোটি কোটি শ্রমিকরা নতুন পরিচয় পাবেন ৷ জেনে নিন e-SHRAM পোর্টালে কার্ড বানানোর পুরো পদ্ধতি এবং কী কী সুবিধা মিলবে ৷
advertisement
advertisement
কী এই ই-শ্রম পোর্টাল (e-SHRAM Portal) ?
ই-শ্রম পোর্টাল অসংগঠিত সেক্টরের প্রায় ৩৮ কোটি শ্রমিকদের জন্য ১২ ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) ও ই-শ্রম কার্ড জারি করবে, যা গোটা দেশে বৈধ মানা হবে ৷ অসংগঠিত সেক্টরের দেশের কোটি কোটি শ্রমিকরা এর জেরে একটি নতুন পরিচয় পেতে চলেছেন ৷ প্রবাসী শ্রমিকদের এর মাধ্যমে ট্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যাবে ৷ শ্রমিকদের সম্বন্ধে ডেটা ও তথ্য সব এর মাধ্যমে পাওয়া যাবে ৷ কাজের ভিত্তিতে শ্রেমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই হিসেবেই তাঁরা বিভিন্ন সরকারি যোজনার সুবিধা নিতে পারবেন ৷
advertisement
২ লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল বিমা
ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করালে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা মিলবে ৷ এখানে এক বছরের প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হবে ৷ রেজিস্টার্ড শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ আংশিক বিকলাঙ্গ হলে মিলবে ১ লক্ষ টাকা ৷
advertisement
দেখে নিন কীভাবে ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন-
Step-1 ইন্টারনেট ব্রাউজারে গিয়ে e-SHRAM পোর্টাল পেজের জন্য – https://www.eshram.gov.in/ টাইপ করতে হবে
Step- 2- এরপর হোমপেজে, ‘ই-শ্রমে রেজিস্ট্রেশন করুন’ এ ক্লিক করুন
Step-3 - এরপর সেল্ফ রেজিস্ট্রেশন https://register.eshram.gov.in/#/user/self ক্লিক করুন
Step-4 - সেল্ফ রেজিস্ট্রেশনে ইউজারকে নিজের আধার লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে
advertisement
Step-5- ক্যাপচা (captcha)দিতে হবে এবং সিলেক্ট করতে হবে কর্মচারী EPFO না ESIC এর সদস্য ৷ ক্লিক করতে হবে ওটিপি পাঠানোর জন্য ৷
Step-6- এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিতে হবে ৷
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলেও শ্রমিকরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন ৷ eshram.gov.in দেওয়া তথ্য অনুযায়ী, নিকটবর্তী সিএসসি-তে গিয়ে বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2021 1:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
e-SHRAM card: শীঘ্রই বানিয়ে ফেলুন এই কার্ড, বিনামূল্যে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার সুবিধা....