জ্বালানির জ্বালায় জেরবার গোটা দেশের মানুষ ৷ সেঞ্চুরি অতিক্রম করেও থামছে না দাম৷ বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি (Petrol diesel price today)করল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন নিয়ে লাগাতার ৬দিন দাম বাড়ানো হল তেলের ৷ পেট্রোলের দাম ৩০ পয়সা প্রতি লিটার এবং ডিজেল ৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷ এর জেরে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.৯৪ টাকা, ডিজেল ৯১.৪২ টাকা ৷
বর্তমানে দেশের প্রায় ২৬টি রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্নাটক, মণিপুর, নাগাল্যান্ড, পুদুচেরি, তেলাঙ্গনা, পঞ্জাব, সিকিম, ওড়িশা, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, রাজস্থানের সমস্ত জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের (Petrol diesel price today) ৷ গত কয়েকদিনে ভারতের তরফে আমদানি করা অপরিশোধিত তেলের দাম প্রায় ৭৮ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ দেশের একাধিক শহরে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম ৷ পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলও ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে রাজ্যগুলির তরফে আলাদা আলাদা ভ্যাট লাগু করা হয় ৷ ফলে আলাদা আলাদা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা আলাদা হয় ৷
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷