Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !

Last Updated:

Bank FD Rules: এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷

#নয়াদিল্লি: সেভিংসের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে সুরক্ষিত এবং রিস্ক ফ্রি বিকল্প মনে করা হয় ৷ বিপুল সংখ্যক মানুষ সেভিংসের জন্য ব্যাঙ্কের এফডি-র উপর বেশি ভরসা করে থাকেন ৷ ছোট থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষের কাছে এফডি অত্যন্ত জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য স্কিমের থেকে এখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট রেটে সুদ পেতে থাকবেন ৷ এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন সময়ের জন্য এফডি করাতে পারবেন ৷ এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷
এফডি দু’ধরনের হয় -
সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথমটি কিউমেলেটিভ এফডি এবং দ্বিতীয়টি নন- কিউমেলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক এবং বার্ষিক হিসেবে সুদ দেওয়া হয়ে থাকে ৷ আপনি রেগুলার ইন্টারভেলেও সুদের লাভ নিতে পারবেন ৷
advertisement
ফিক্সড ডিপোজিটে (Bank FD Rules) ইনভেস্ট করলে কী কী সুবিধা মিলবে ?
advertisement
  1. ইনভেস্টমেন্টের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত অপশন মনে করা হয়
  2. এখানে জমা করা মূল টাকার উপরে কোনও রিস্ক নেই
  3. মার্কেটের কোনও প্রভাব এফডি-তে সরাসরি পড়ে না
  4. এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসেও সুদের লাভ নিতে পারবেন
  5. সাধারনত এফডি-তে বেশি সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রবীণ নাগরিকদের আরও বেশি সুদ দেওয়া হয়
  6. যে কোনও একটি এফডি-তে একবারই ইনভেস্ট করতে হয় ৷ এরপর বেশি টাকার এফডি করতে হলে অন্য একটি এফডি খুলতে হবে
  7. এফডি একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় ৷ আপনি ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারবেন৷ তবে সে ক্ষেত্রে সুদের উপরে লোকসান হবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে কিছু পেনাল্টিও নেওয়া হয়ে থাকে ৷ সেটা অবশ্য বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা হয় ৷
advertisement
এফডি-র উপরে ট্যাক্সের নিয়ম (Bank FD Rules)
এফডি-র উপরে ০-৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স কাটা হয় ৷ এটা ইনভেস্টরের ট্যাক্স স্ল্যাবের উপরে নির্ভর করে ৷ বছরে ১০,০০০ টাকার বেশি ইন্টারেস্ট হলে এফডি-তে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ এর জন্য আপনার প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান কার্ড জমা না করলে ২০ শতাংশ টিডিএস কাটা হতে পারে ৷ ট্যাক্স যাতে না কাটা হয় সে ক্ষেত্রে ব্যাঙ্কে 15A ফর্ম জমা দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 15H জমা দিতে হবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement