Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !

Last Updated:

Bank FD Rules: এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷

#নয়াদিল্লি: সেভিংসের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে সুরক্ষিত এবং রিস্ক ফ্রি বিকল্প মনে করা হয় ৷ বিপুল সংখ্যক মানুষ সেভিংসের জন্য ব্যাঙ্কের এফডি-র উপর বেশি ভরসা করে থাকেন ৷ ছোট থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষের কাছে এফডি অত্যন্ত জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্যান্য স্কিমের থেকে এখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট রেটে সুদ পেতে থাকবেন ৷ এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন সময়ের জন্য এফডি করাতে পারবেন ৷ এফডি সংক্রান্ত একাধিক নিয়ম (Bank FD Rules) রয়েছে যা ইনভেস্ট করার আগে সকলের জেনে রাখা উচিৎ ৷ এতে লাভবান হবেন আপনি ৷
এফডি দু’ধরনের হয় -
সাধারনত এফডি দু’ধরনের হয় ৷ প্রথমটি কিউমেলেটিভ এফডি এবং দ্বিতীয়টি নন- কিউমেলেটিভ এফডি ৷ এখানে ত্রৈমাসিক এবং বার্ষিক হিসেবে সুদ দেওয়া হয়ে থাকে ৷ আপনি রেগুলার ইন্টারভেলেও সুদের লাভ নিতে পারবেন ৷
advertisement
ফিক্সড ডিপোজিটে (Bank FD Rules) ইনভেস্ট করলে কী কী সুবিধা মিলবে ?
advertisement
  1. ইনভেস্টমেন্টের জন্য এফডি-কে সবচেয়ে সুরক্ষিত অপশন মনে করা হয়
  2. এখানে জমা করা মূল টাকার উপরে কোনও রিস্ক নেই
  3. মার্কেটের কোনও প্রভাব এফডি-তে সরাসরি পড়ে না
  4. এই স্কিমে গ্রাহকরা প্রতি মাসেও সুদের লাভ নিতে পারবেন
  5. সাধারনত এফডি-তে বেশি সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রবীণ নাগরিকদের আরও বেশি সুদ দেওয়া হয়
  6. যে কোনও একটি এফডি-তে একবারই ইনভেস্ট করতে হয় ৷ এরপর বেশি টাকার এফডি করতে হলে অন্য একটি এফডি খুলতে হবে
  7. এফডি একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় ৷ আপনি ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিতে পারবেন৷ তবে সে ক্ষেত্রে সুদের উপরে লোকসান হবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে কিছু পেনাল্টিও নেওয়া হয়ে থাকে ৷ সেটা অবশ্য বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা আলাদা হয় ৷
advertisement
এফডি-র উপরে ট্যাক্সের নিয়ম (Bank FD Rules)
এফডি-র উপরে ০-৩০ শতাংশ পর্যন্ত ট্যাক্স কাটা হয় ৷ এটা ইনভেস্টরের ট্যাক্স স্ল্যাবের উপরে নির্ভর করে ৷ বছরে ১০,০০০ টাকার বেশি ইন্টারেস্ট হলে এফডি-তে ১০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ এর জন্য আপনার প্যান কার্ডের কপি জমা দিতে হবে ৷ প্যান কার্ড জমা না করলে ২০ শতাংশ টিডিএস কাটা হতে পারে ৷ ট্যাক্স যাতে না কাটা হয় সে ক্ষেত্রে ব্যাঙ্কে 15A ফর্ম জমা দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে 15H জমা দিতে হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank FD Rules: ব্যাঙ্কে FD করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই নিয়মগুলি, না হলে হতে পারে বড় লোকসান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement