Interest: আপনার PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার শুরু হয়েছে, নিজেই হিসেব করে মিলিয়ে নিন কত সুদ পেলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মোদি সরকারের পক্ষ থেকে ইপিএফও ( EPFO ) প্রভিডেন্ড ফান্ড (PF) সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে সুদের টাকা (PF interest) ট্রান্সফার হচ্ছে৷ লোকে ফোনে এই মেসেজ পাচ্ছে৷
#নয়াদিল্লি : কেন্দ্রের মোদি সরকারের (Modi govt) পক্ষ থেকে পিএফ অ্যাকাউন্টে (PF Account) সুদ ট্রান্সফার শুরু হয়ে গেছে৷ কেন্দ্রীয় সরকার ৬.৫ কোটি লোকের অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার শুরু করে দিয়েছে৷ মোদি সরকারের পক্ষ থেকে ইপিএফও ( EPFO ) প্রভিডেন্ড ফান্ড (PF) সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে সুদের টাকা (PF interest) ট্রান্সফার হচ্ছে৷ লোকে ফোনে এই মেসেজ পাচ্ছে৷
আপনি জানতে চান আপনার অ্যাকাউন্টে কত টাকা হিসেবে এই সুদ (Interest Rate) আসবে৷ জেনে নিন সেই ক্যালকুলেশন৷
আরও পড়ুন - Panchang 10 November: পঞ্জিকা ১০ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
advertisement
এই বছরের পিএফ অ্যাকাউন্টে কত সুদ আসবে
এখানে বেসিক স্যালারি ১৫হাজার হিসেবে ক্যালকুলেশন করা হয়েছে৷
advertisement
বেসিক স্যালারি + DA= ১৫০০০ টাকা
ইপিএফে (EPF ) কর্মচারীদের অংশ = ১৫,০০০ টাকার ১২% = ১,৮০০ টাকা
ইপিএসে (EPS) কর্মচারীদের অংশ = ১৫,০০০ টাকার ৮.৩৩% = ১,২৫০ টাকা
ইপিএফে (EPF ) কোম্পানির অংশ = কর্মচারীদের অংশ -EPS এ কোম্পানির যোগদান = ৫৫০ টাকা
প্রতি মাসে EPF এ যায় এত টাকা =১৮০০ টাকা + ৫৫০ টাকা= ২৩৫০টাকা
advertisement
অর্থবর্ষ ২০১৯-২০ তে সুদের হার =৮.৫০%
এই হিসেবে প্রতি মাসে সুদের হার =৮.৫০ % /১২= ০.৭০৮৩%
কী ভাবে সুদের হার হিসেব করবেন
এপ্রিলের শেষে EPF অ্যাকাউন্টের ব্যালান্স =২৩৫০ টাকা
মে মাসে EPF অ্যাকাউন্টে আবার যোগদান আসে = ২৩৫০ টাকা
advertisement
মে মাসে শেষে EPF অ্যাকাউন্টে মোট জমা হবে= ৪৭০০ টাকা
মে মাসের শেষে EPF -এ জমা হবে এত সুদ = ৪৭০০ টাকা X ০.৭০৮৩%= ৩৩.২৯ টাকা
মে মাসের শেষে পাওয়া যাবে এত সুদ = ৩৩.২৯ টাকা
এই হিসেবেই আগামী মাসগুলিতে হবে সুদের ক্যালকুলেশন৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 7:53 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Interest: আপনার PF অ্যাকাউন্টে সুদ ট্রান্সফার শুরু হয়েছে, নিজেই হিসেব করে মিলিয়ে নিন কত সুদ পেলেন