#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১০ নভেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল বুধ এবং এই ষষ্ঠী তিথি থাকবে ১০ নভেম্বর সকাল ৮টা ২৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের সপ্তমী তিথি।
আরও পড়ুন - Job Vacancy: সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রেনার এবং ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট Recruitment! কী ভাবে আবেদন করবেন?
কার্তিক মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথি সূর্যষষ্ঠী বা ছট নামে সুপরিচিত; পঞ্জিকা মতে আজ থেকেই দেশব্যাপী শুরু হবে ছট পূজার উদযাপন।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪১ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১০ নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১০ নভেম্বর রাত ১১টা ১৩ মিনিটে।
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথির নক্ষত্র হল উত্তরাষাঢ়া। ১০ নভেম্বর, দুপুর ৩টে ৪১ মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে শ্রবণা নক্ষত্র।
আরও পড়ুন - Weight Loss: দিনের মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টা উপোস, আদৌ তরতরিয়ে কমবে ওজন
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে।
শুভ মুহূর্ত- ১০ নভেম্বর অভিজিৎ মুহূর্ত পড়েনি। অমৃতযোগ ১০ নভেম্বর শুরু হচ্ছে সকাল ৯টা ৩৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ০৯ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১০ নভেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ১০ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ৩৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchang