Budget 2022: বাজেটে কৃষকদের জন্য হতে পারে বড় ঘোষণা!

Last Updated:

Budget 2022: চলতি আর্থিক বছরের শুরুতে কেন্দ্র সরকার সারের উপরে সাবসিডি বাড়িয়েছে ৷ এবারের বাজেটে আরও বাড়ানো হতে পারে সারের উপরে সাবসিডি ৷

#নয়াদিল্লি: অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীগ্রই ৷ আর মাত্র দু’দিন পর কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বাজেট নিয়ে সাধারন মানুষ থেকে চাকুরিজীবীরা, ব্যবসায়ী থেকে সামাজের সমস্ত স্তরের মানুষের কিছু না কিছু প্রত্যাশা রয়েছে ৷
অনুমান করা হচ্ছে এবারের বাজেটে দরিদ্র মানুষের জন্য খাদ্য সাবসিডি এবং কৃষকদের জন্য ফার্টিলাইজারের জন্য দেওয়া সাবসিডির লিমিট বাড়ানো হতে পারে ৷ সূত্রের খবর অনুযায়ী, এবারের বাজেটে সরকার খাদ্য এবং সারের উপরে সাবসিডি প্রায় ৪০ বিলিয়ান ডলার করতে পারে ৷
advertisement
advertisement
মহামারির জেরে বাড়ানো হতে পারে সাবসিডি
চলতি আর্থিক বছরের শুরুতে কেন্দ্র সরকার সারের উপরে সাবসিডি বাড়িয়েছে ৷ এবারের বাজেটে আরও বাড়ানো হতে পারে সারের উপরে সাবসিডি ৷ মঙ্গলবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর অনুযায়ী, বাজেটে সরকার সারের সাবসিডির জন্য ১.১ বিলিয়ান টাকা, এবং খাদ্য সাবসিডির জন্য ২ বিলিয়ান ডলার বরাদ্দ করতে পারে ৷ চলতি আর্থিক বছরের জন্য সারের সাবসিডির জন্য ৮৩৫ বিলিয়ান টাকা বরাদ্দ করা ছিল ৷
advertisement
কৃষকদের জন্য সুখবর -
সারের সাবসিডির বড় অংশ কৃষকদের নির্দিষ্ট রেটে ইউরিয়া দেওয়ার জন্য সরকারের তরফে ব্যবহার করা হয়৷ কৃষকদের সাহায্য করার জন্য সার কম দামে বিক্রি করার জন্য সংস্থাগুলিকে সরকার একটি নির্দিষ্ট সাবসিডি দিয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022: বাজেটে কৃষকদের জন্য হতে পারে বড় ঘোষণা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement