পছন্দ নয় আধার কার্ডে নিজের ছবি ? জেনে নিন কী ভাবে বদলাবেন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আধার কার্ডে কীভাবে আপডেট করবেন ছবি...
#নয়াদিল্লি: বর্তমানে আধার কার্ড (Aadhaar Card Update) দেশের প্রত্যেক নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠেছে ৷ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের সাবসিডি, ফোনের সিম কার্ড থেকে সরকারি যোজনার লাভ নেওয়ার জন্য আধার নম্বর থাকা অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ তবে আধারে দেওয়া তথ্যের সঙ্গে আপনার অন্যান্য ডকুমেন্টের মিল থাকতে হবে ৷ আধারের সঙ্গে অন্য ডুকমেন্টে দেওয়া তথ্যের মিল না থাকলে সমস্যায় পড়তে হবে আপনাকে ৷
ব্যাঙ্ক, ফাইন্যান্সিয়াল ওয়ার্ক, সাবসিডির জন্য আধার কার্ডের দরকার পড়বে ৷ ঠিকানা ভুল থাকলে বা ঠিকানা বদল করে থাকলে অবশ্যই আধার কার্ডে আপডেট করে নিন ৷ অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে, আধার কার্ডের ছবির খুব একটা ভাল আসেনি ৷ আধার কার্ডের ছবি অপছন্দ হলে এবার সহজেই ছবি বদলে ফেলতে পারবেন ৷
advertisement
advertisement
আধার কার্ডে কীভাবে আপডেট করবেন ছবি...
- সবার প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার এনরোলমেন্ট/কারেকশন/আপডেট ফর্ম ডাউনলোড করতে হবে ৷
- এবার নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে ফর্ম জমা করতে হবে এবং বায়োমেট্রিক ডিটেল দিতে হবে ৷
- ফর্ম নেওয়ার পর আধিকারিক আপনার লাইভ ছবি তুলবেন এবং সিস্টেমে আপডেট করবে ৷
- ডিটেল আপডেট করার জন্য এখানে 25 টাকা+GST চার্জ দিতে হবে ৷
advertisement
এরপর অনলাইনে চেক করে নিতে পারবেন ৷ অনলাইনে নতুন ছবি দেখালে আধার কার্ডের ই-কপি ডাউনলোড করে নিতে পারবেন ৷ আপনি চাইলে পিভিসি কার্ডের জন্য UIDAI পোর্টালে আবেদন জানাতে পারবেন ৷
Location :
First Published :
January 29, 2022 10:09 AM IST