Petrol Diesel Prices Today: রেকর্ড মূল্য বৃদ্ধি অপরিশোধিত তেলের, দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম

Last Updated:

Petrol Diesel Prices Today: দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত ৭ বছরের মধ্যে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ অক্টোবর ২০১৪-র পর এটাই সর্বোচ্চ ৷ তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ শনিবারের জন্য দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম জারি করল ( IOCL) ৷ এদিনও দামে কোনও বদল করা হয়নি ৷ প্রায় ৩ মাস ধরে অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ মনে করা হচ্ছে সামনেই বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকার কারণে তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে না ৷
দীপাবলির সময় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে জ্বালানির উপরে এক্সাইজ ও ভ্যাটের রেট কমানো হয়েছিল ৷ এর জেরে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত দাম কমেছিল তেলের ৷ দীপাবলির পর একদিনও দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের ৷
advertisement
advertisement
তবে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দামে ওঠা-পড়া লেগেই রয়েছে ৷ ক্রুড অয়েলের দাম ৬৯ থেকে ৮৫ ডলার প্রতি ব্যারেল দামের মধ্যে ঘোরাফেরা করছে ৷ পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সরকারি তেল সংস্থাগুলি নির্ধারিত করে থাকে ৷ এদিনের জারি দাম অনুযায়ী, দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷
advertisement
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • গান্ধিনগর- পেট্রোল ৯৫.৩৫ টাকা, ডিজেল ৮৯.৩৩ টাকা
  • advertisement
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
    advertisement
    এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
    প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Petrol Diesel Prices Today: রেকর্ড মূল্য বৃদ্ধি অপরিশোধিত তেলের, দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম
    Next Article
    advertisement
    Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
    শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
    • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

    VIEW MORE
    advertisement
    advertisement