PF Interest: পিএফ অ্যাকাউন্টে কত সুদ মিলবে ? এই দিন নেওয়া হবে বড় সিদ্ধান্ত....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PF Interest: মার্চের প্রথম সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর আগে CBT-র বৈঠক হয়েছিল ১৬ নভেম্বর ৷
#নয়াদিল্লি: EPFO সাবস্ক্রাইবার্সদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির (CBT) শীঘ্রই বৈঠক হতে চলেছে ৷ ইপিএফও-র সেন্ট্রাল বোর্ডের মিটিং মার্চের প্রথম সপ্তাহে গুয়াহাটিতে হতে পারে ৷ চলতি বছরে পিএফ অ্যাকাউন্টে কত সুদের হার (Interest rate) মিলবে ? এই সিদ্ধান্ত এই বৈঠকেই নেওয়া হবে ৷ জানা গিয়েছে, বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা হবে ৷ পেনশনের ন্যূনতম অ্যামাউন্ট বাড়ানো বৈঠকের মুখ্য এজেন্ডা হতে চলেছে ৷
মনে করা হচ্ছে ইপিএফ-এ জমা টাকার উপরে বর্তমান সুদের হার ৮.৫ শতাংশ জারি রাখা হবে ৷ বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ৬ কোটি ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের ৮.৫ শতাংশ সুদ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
মার্চের প্রথম সপ্তাহে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এর আগে CBT-র বৈঠক হয়েছিল ১৬ নভেম্বর ৷ সিবিটি ২০২০-২১ব এর জন্য সদস্যদের অ্যাকাউন্টে ইপিএফে জমা টাকার উপরে ৮.৫ শতাংশ বার্ষিক সুদ দেওয়ার সুপারিশ করা হয় ৷ অর্থ মন্ত্রকের তরফে সম্প্রতি এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে ৷
গতবার কত টাকা ইন্টারেস্ট পেয়েছিলেন ৷ এখন আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স কত ? এবার সহজেই বাড়িতে বসেই চারটি উপায়ে জানতে পারবেন পিএফ ব্যালেন্স ৷
advertisement
১. SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স - (Check PF Balance)
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
২. মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
advertisement
৩. EPFO -র মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স
১. এর জন্য EPFO-তে যেতে হবে
২. এখানে Employee Centric Services-এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook৪.পাসবুক দেখার জন্য UAN থেকে লগইন করতে হবে ৷
৪. উমাং অ্যাপের জন্য-
১. উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
advertisement
২. অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪. নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৬. ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 3:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF Interest: পিএফ অ্যাকাউন্টে কত সুদ মিলবে ? এই দিন নেওয়া হবে বড় সিদ্ধান্ত....