মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আগ্রহী? সবার আগে জানতে হবে আলফা আর বিটা নিয়ে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে জেনে নেওয়া দরকার এর আলফা (Alpha) এবং বিটা (Beta) সম্বন্ধে।
#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার প্রক্রিয়া তেজ গতিতে পরিবর্তিত হচ্ছে। যারা শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তাদের কয়েকটি বেসিক নিয়ম জেনে রাখা খুব জরুরি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে জেনে নেওয়া দরকার এর আলফা (Alpha) এবং বিটা (Beta) সম্বন্ধে। এটি অঙ্কের আলফা এবং বিটা নয়। এটি হল মিউচুয়াল ফান্ডের আলফা এবং বিটা, যা জানা খুব প্রয়োজন।
মিউচুয়াল ফান্ডের যে কোনও ফান্ড বেছে নেওয়ার জন্য, এর পাঁচটি ইন্ডিকেটর রয়েছে। এগুলো হল আলফা, বিটা, স্কোয়ারড, স্ট্যান্ডার্ড ডেবিয়েশন এবং শার্প রেশিও। মিউচুয়াল ফান্ডের আলফা এবং বিটা সম্পর্কে জেনে একে ক্যালকুলেট করে মিউচুয়াল ফান্ডে কী পরিমাণে রিটার্ন পাওয়া যাবে তা জানা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের আলফা এবং বিটা নিয়ে।
advertisement
advertisement
আলফা -
আলফা কোনও ফান্ডের পারফর্মেন্স সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে। মিউচুয়াল ফান্ডের আলফা সরাসরি সেই ফান্ডের বেঞ্চমার্ক ইনডেক্স কত বেশি এবং কম রিটার্ন দিয়েছে তা দেখায়। ধরা যাক কেউ কোনও ফান্ডে বিনিয়োগ করেছে এবং সেই ফান্ডের বেঞ্চমার্ক হল ২০ শতাংশ এবং সেই ফান্ড রিটার্ন দিয়েছে ২৫ শতাংশ। সুতরাং সেই ফান্ডের আলফা অর্থাৎ পারফর্মেন্স ৫ শতাংশ বেশি। সেই ফান্ডের থেকে বিনিয়োগকারী ৫ শতাংশ বেশি রিটার্ন পেয়েছে।
advertisement
ধরা যাক কেউ কোনও ফান্ডে বিনিয়োগ করেছে এবং সেই ফান্ডের বেঞ্চমার্ক হল ২০ শতাংশ এবং সেই ফান্ড রিটার্ন দিয়েছে ১৫ শতাংশ। সুতরাং সেই ফান্ডের আলফা অর্থাৎ পারফর্মেন্স হল ৫ শতাংশ কম। সেই ফান্ডের থেকে বিনিয়োগকারী ৫ শতাংশ কম রিটার্ন পেয়েছে তার বিনিয়োগের তুলনায়। এর ফলে আলফা দেখে ফান্ড বেছে নিলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিউচুয়াল ফান্ডের পজিটিভ আলফা বিনিয়োগকারীদের ভাল রিটার্ন পেতে সাহায্য করে।
advertisement
বিটা -
কোন ফান্ড বাজারে কতটা সেনসিটিভ সেটা বিটার সাহায্যে বোঝা যায়। বাজারে সেই ফান্ড কতটা ওপরে এবং নিচে যেতে পারে সেটি বোঝা যায় বিটার মাধ্যমে। যদি বিটা কম হয় তাহলে সেই ফান্ড নিচে নেমে যেতে পারে এবং যদি বিটা বেশি হয় তাহলে সেই ফান্ড ওপরে উঠতে পারে। সুতরাং কোনও ফান্ডে বিনিয়োগ করার আগে তার বিটা ভ্যালু ভাল করে দেখে নেওয়া প্রয়োজন। বিটার মাধ্যমে ক্ষতির সম্ভাবনা কম হতে পারে। বিটা ভ্যালু দেখে নিয়ে কোনও ফান্ডে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2022 11:23 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আগ্রহী? সবার আগে জানতে হবে আলফা আর বিটা নিয়ে!