Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....

Last Updated:

Most Expensive Tea: বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷

#নয়াদিল্লি: বিশ্বজুড়ে দামি চায়ের জন্য বিখ্যাত জনপ্রিয় লন্ডন টি এক্সচেঞ্জ (London Tea Exchange) এবার ভারতেও খুলতে চলেছে তাদের স্টোর ৷ লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এবং প্রিমিয়াম গোল্ডেন চা (Golden Tea) বিক্রি করে থাকে ৷ এই চায়ের দাম ১৩ কোটি টাকা ৷ সংস্থার তরফে প্রথমে নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে স্টোর খোলা হবে ৷ এই স্টোরগুলিতে চায়ের পাশাপাশি মিলবে কফিও ৷ শুরুতে এই সংস্থার ৫০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷
ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয়ের স্ত্রী চায়ের বিষয়ে অত্যন্ত শৌখিন ছিলেন ৷ স্ত্রীর জন্যেই ১৫৫২ সালে চার্লস দ্বিতীয় লন্ডন টি এক্সচেঞ্জ শুরু করেছিলেন ৷ চার্লস দ্বিতীয়ের বিয়ে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ব্রেগেঞ্জার সঙ্গে হয়েছিল ৷ পরে অবশ্য লন্ডন টি এক্সচেঞ্জকে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেওয়া হয়েছিল ৷ এই সংস্থার একটি বিশেষত্ব হল নোবল পুরস্কার জয়ীদের এই চা বিনামূল্যে খাওয়ানো হয় ৷
advertisement
advertisement
২০০ স্টোর খোলার যোজনা-
বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷ LTE ইন্ডিয়ার ডায়রেক্টর শাহিদ রহমান মানিকন্ট্রোলকে জানিয়েছেন, সংস্থার আগামী ৩ বছরে ভারতে ২০০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷ প্রথম বছর ৫০টি স্টোর খোলা হবে ৷ নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে শুরু হওয়ার পর মুম্বই, কলকাতা ও হায়দরাবাদেও এই স্টোর খোলা হবে ৷
advertisement
১.৫ কোটি টাকায় মিলবে লাইসেন্স -
লন্ডন টি এক্সচেঞ্জের লাইসেন্সও তাদের চায়ের মতো অত্যন্ত দামি ৷ শাহিদ রহমান জানিয়েছেন, এই টি স্টোর দু’ধরনের হবে ৷ কিছু স্টোর সংস্থা নিজে খুলবে আর কিছু স্টোর চালানোর জন্য লাইসেন্স দেওয়া হবে ৷ একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করার খরচ দোকানের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করবে। কোম্পানিটি দেড় কোটি টাকায় লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement