Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Most Expensive Tea: বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে দামি চায়ের জন্য বিখ্যাত জনপ্রিয় লন্ডন টি এক্সচেঞ্জ (London Tea Exchange) এবার ভারতেও খুলতে চলেছে তাদের স্টোর ৷ লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এবং প্রিমিয়াম গোল্ডেন চা (Golden Tea) বিক্রি করে থাকে ৷ এই চায়ের দাম ১৩ কোটি টাকা ৷ সংস্থার তরফে প্রথমে নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে স্টোর খোলা হবে ৷ এই স্টোরগুলিতে চায়ের পাশাপাশি মিলবে কফিও ৷ শুরুতে এই সংস্থার ৫০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷
ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয়ের স্ত্রী চায়ের বিষয়ে অত্যন্ত শৌখিন ছিলেন ৷ স্ত্রীর জন্যেই ১৫৫২ সালে চার্লস দ্বিতীয় লন্ডন টি এক্সচেঞ্জ শুরু করেছিলেন ৷ চার্লস দ্বিতীয়ের বিয়ে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ব্রেগেঞ্জার সঙ্গে হয়েছিল ৷ পরে অবশ্য লন্ডন টি এক্সচেঞ্জকে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেওয়া হয়েছিল ৷ এই সংস্থার একটি বিশেষত্ব হল নোবল পুরস্কার জয়ীদের এই চা বিনামূল্যে খাওয়ানো হয় ৷
advertisement
advertisement
২০০ স্টোর খোলার যোজনা-
বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷ LTE ইন্ডিয়ার ডায়রেক্টর শাহিদ রহমান মানিকন্ট্রোলকে জানিয়েছেন, সংস্থার আগামী ৩ বছরে ভারতে ২০০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷ প্রথম বছর ৫০টি স্টোর খোলা হবে ৷ নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে শুরু হওয়ার পর মুম্বই, কলকাতা ও হায়দরাবাদেও এই স্টোর খোলা হবে ৷
advertisement
১.৫ কোটি টাকায় মিলবে লাইসেন্স -
লন্ডন টি এক্সচেঞ্জের লাইসেন্সও তাদের চায়ের মতো অত্যন্ত দামি ৷ শাহিদ রহমান জানিয়েছেন, এই টি স্টোর দু’ধরনের হবে ৷ কিছু স্টোর সংস্থা নিজে খুলবে আর কিছু স্টোর চালানোর জন্য লাইসেন্স দেওয়া হবে ৷ একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করার খরচ দোকানের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করবে। কোম্পানিটি দেড় কোটি টাকায় লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 8:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....