Elon Musk to buy Twitter: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনছেন এলন মাস্ক

Last Updated:

Elon Musk to acquire Twitter: ট্যুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ মার্কিন ডলার দিতে রাজি হন এলন মাস্ক। ফলে গোটা ট্যুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার।

Elon Musk
Elon Musk
নিউইয়র্ক: সব জল্পনার অবসান ৷ মাইক্রব্লগিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এবার কিনে নিচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোগপতি এলন মাস্ক (Elon Musk to buy Twitter) ৷ তাঁর দেওয়া ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবে অবশেষে সম্মতি দিয়েছে ট্যুইটার বোর্ড ৷ অর্থাৎ এবার ট্যুইটারের মালিকানা পাওয়ার বিষয়টা চূড়ান্ত মাস্কের ৷
advertisement
ট্যুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ মার্কিন ডলার দিতে রাজি হন এলন মাস্ক। ফলে গোটা ট্যুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যে টাকার অঙ্ক হল ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকারও বেশি। তবে এই প্রস্তাব ট্যুইটার গ্রহণ করবে কী না, তা নিয়ে এতদিন নানা জল্পনা থাকলেও অবশেষে তাতে সম্মতি জানিয়েছে ট্যুইটার বোর্ড ৷ অর্থাৎ এবার সরকারি ভাবেই ট্যুইটারের মালিকানা আসতে চলেছে মাস্কের হাতে ৷
advertisement
মাস্কের দেওয়া প্রস্তাব নিয়ে এর আগে সেভাবে কোনও মন্তব্য করেনি ট্যুইটার ৷ তাই মনে করা হচ্ছিল এই প্রস্তাব হয়তো ট্যুইটারের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না ৷ মাস্ক বলেছিলেন ট্যুইটারের সামগ্রিক সমৃদ্ধি ও সাফল্যের জন্যই সংস্থাটির ব্যক্তিগত মালিকানাধীন হওয়া উচিত ৷ শেষপর্যন্ত অবশ্য এলন মাস্কের দেওয়া প্রস্তাব মেনে নিল ট্যুইটার ৷
advertisement
এলন মাস্ক ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর ২৭৩.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি রয়েছে। গাড়ি নির্মাতা সংস্থা টেসলার তিনি কর্ণধর ৷ পাশাপাশি স্পেসএক্স সংস্থার কর্ণধারও তিনি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk to buy Twitter: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনছেন এলন মাস্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement