#নয়াদিল্লি: যে সমস্ত বিনিয়োগকারীরা সুরক্ষিত বিনিয়োগের মাধ্যমে নিয়মিত আয় করার পরিকল্পনা করছেন তাঁদের জন্য পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিমে অর্থ লগ্নি একটি উপযুক্ত বিকল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করলে অর্থ ডুবে যাওয়ার বা বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা একেবারে নিচে নেমে যায়। এছাড়া, সরকার সেপ্টেম্বর কোয়ার্টারের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হারে কোনও পরিবর্তন করেনি।
নিচে পোস্ট অফিসের এমন কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হল যেখানে অর্থ লগ্নি করলে খুব কম সময়েই তা দ্বিগুণ হয়ে যেতে পারে।
আরও পড়ুন: আপডেটের প্রয়োজন নেই, আবেদন করুন এসবিআই-এর এম-পাসবুকের!
১। পোস্ট অফিস টাইম ডিপোজিট
পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD) স্কিমে ১ বছর থেকে ৩ বছরের প্রকল্পে বার্ষিক ৫.৫% হারে সুদ প্রদান করা হয়। এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে ১৩ বছরের মধ্যে লগ্নির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। অন্যদিকে, ৫ বছরের টাইম ডিপোজিট যোজনায় বার্ষিক ৬.৭% সুদ দেওয়া হয় যার সাহায্যে মাত্র ১০.৭৫ বছর লগ্নি করা অর্থের পরিমাণ ডবল হয়ে যাবে।
২। পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বিনিয়োগ করে টাকা দ্বিগুণ করা যেতে পারে কিন্তু এক্ষেত্রে লগ্নিকারীকে বেশি দিন অপেক্ষা করতে হবে। আসলে এই প্রকল্পে বার্ষিক মাত্র ৪.০% হারে সুদ প্রদান করা হয় যার ফলে বিনিয়োগের অঙ্ক দ্বিগুণ হতে প্রায় ১৮ বছর সময় লেগে যায়।
৩। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিমে গ্রাহকদের বার্ষিক ৫.৮% হারে সুদ প্রদান করা হয়। এই প্রকল্পের অর্থ লগ্নি করতে টাকার পরিমাণ প্রায় ১২.৪১ বছর দুই গুন হয়ে যাবে।
আরও পড়ুন: নকল প্যান কার্ড হাতে আসেনি তো? কী ভাবে জাল প্যান কার্ড সনাক্ত করবেন?
৪। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
পোস্ট অফিস তাদের মান্থলি ইনকাম স্কিমে (MIS) গ্রাহকদের বার্ষিক ৬.৬% হারে সুদ দেয়। যদি কোনও বিনিয়োগকারী এই প্রকল্পে টাকা বিনিয়োগ করা হয় তবে তা দ্বিগুণ হতে প্রায় ১০.৯১ বছর সময় লাগবে।
আরও পড়ুন: ২৪.০৭ কোটি অ্যাকাউন্টে পিএফ-এর সুদের টাকা পাঠাল কেন্দ্র, মিসড কলে জানুন ব্যালান্স!
৫। পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম
পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে (SCSS) পৌড় নাগরিকদের বার্ষিক ৭.৪% হারে সুদ প্রদান করা হয়। ভারতীয় পোস্টের এই প্রকল্পের অধীনে লগ্নিকারির টাকা ৯.৭৩ বছরে দ্বিগুণ হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।