আপডেটের প্রয়োজন নেই, আবেদন করুন এসবিআই-এর এম-পাসবুকের!

Last Updated:

ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ইউজারনেম, পাসওয়ার্ড দিয়েই এটা ব্যবহার করা যাবে।

#নয়াদিল্লি: পাসবুক হল ব্যাঙ্কের বই। যেখানে লেনদেনের হিসেব থাকে। কিন্তু এটা আদ্যিকালের কনসেপ্ট। এই ডিজিটাল যুগে এসবিআই (SBI) নিয়ে এসেছে এম-পাসবুক (mPassbook)। যা আদতে ঐতিহ্যবাহী পাসবুকের ইলেকট্রনিক সংস্করণ। ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ইউজারনেম, পাসওয়ার্ড দিয়েই এটা ব্যবহার করা যাবে।
সাধারণ পাসবুকের মতোই এম-পাসবুকেও গ্রাহকের যাবতীয় লেনদেন আপডেট করা থাকবে। ‘এসবিআই এনিহোয়্যার’, ‘এসবিআই ইয়োনো’ (YONO), ‘এসবিআই কুইক’-এর মতো অ্যাপ্লিকেশনগুলি থেকে এম-পাসবুক ডাউনলোড করা যাবে। এবার দেখে নেওয়া যাক অনলাইনে এম-পাসবুকের জন্য আবেদন করবেন কীভাবে?
advertisement
advertisement
এসবিআই এম-পাসবুক ব্যবহারের সুবিধা
১। যেখান থেকে ইচ্ছে, যখন খুশি গ্রাহক তার ব্যাঙ্ক লেনদেনের যাবতীয় তথ্য দেখতে পারে। অর্থাৎ পাসবুক আপডেট করাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর দিন শেষ।
২। এসবিআই-এর এম-পাসবুক ব্যবহারের জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হবে না। শুধু দরকার একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ।
advertisement
৩। এটা ১০০ শতাংশ নিরাপদ। প্রথমত, হারিয়ে যাওয়ার ভয় নেই। দ্বিতীয়ত, ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড দিয়ে তবেই এসবিআই-এর এম-পাসবুক ব্যবহার করা যাবে।
যেগুলো মাথায় রাখতে হবে-
১। সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নম্বর থাকতে হবে।
advertisement
২। নেট ব্যাঙ্কিং ব্যবহারের বৈধ ইউজারনেম এবং পাসওয়ার্ড থাকতে হবে।
৩। ওটিপি আসবে। তাই সেটা ব্যবহারের জন্য নিবন্ধিত মোবাইল নম্বরটি সক্রিয় অবস্থায় থাকতে হবে।
এসবিআই ওয়াইওএনও-এর মাধ্যমে এম-পাসবুক আবেদনের পদ্ধতি
১। স্মার্টফোনে এসবিআই ওয়াইওএনও লাইট অ্যাপ খুলে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
২। এবার মেনুর নিচে ‘মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করলে ‘এম-পাসবুক’ অপশন আসবে। এবার সেখানে ক্লিক করতে হবে।
advertisement
৩। এখন ‘ভিউ এম-পাসবুক’-এ ক্লিক করে নিজের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।
৪। এর পর ‘রিফ্রেশ’ আইকনে ক্লিক করলেই গ্রাহকের সামনে চলে আসবে তার অ্যাকাউন্টের সর্বশেষ লেনদেন।
এসবিআই কুইক অ্যাপের মাধ্যমে এম-পাসবুক আবেদনের পদ্ধতি
১। এসবিআই কুইক অ্যাপ খুলে মেনু বারের নিচে ‘অ্যাকাউন্ট সার্ভিসেস’-এ ক্লিক করতে হবে।
২। এবার ‘সিক্স মান্থ ই স্টেটমেন্ট সেকশন’-এর আওতায় মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
advertisement
৩। এখন নির্দিষ্ট জায়গায় অ্যাকাউন্ট নম্বর লিখে একটা ৪ সংখ্যার পাসকোড দিতে হবে।
৪। গ্রাহকের ইমেল আইডিতে ই-স্টেটমেন্ট চলে আসবে। অ্যাপে দেওয়া পাসকোড ব্যবহার করে মেলটা খুলতে হবে।
এসবিআই এনিহোয়্যার অ্যাপের মাধ্যমে এম-পাসবুক আবেদনের পদ্ধতি
১। মোবাইলে এসবিআই এনিহোয়্যার অ্যাপ খুললে দেখা যাবে ডানদিকে এম-পাসবুকের লিঙ্ক আছে।
২। এম-পাসবুকে ক্লিক করলে নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি এবং এম-পাসবুক পিন চাইবে।
advertisement
৩। সেগুলি যথাযথ বসালেই স্ক্রিনে সেভিংস অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন চলে আসবে।
এম-পাসবুক পিন পাওয়া যাবে কী ভাবে
১। এসবিআই এনিহোয়্যার অ্যাপ খুলে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
২। এর পর সেটিংসে গিয়ে ‘ক্রিয়েট/রিসেট এম-পাসবুক পিন’ অপশন ক্লিক করতে হবে।
৩। এবার ৪ সংখ্যার এম-পাসবুক পিন দিতে হবে।
৪। এবার এম-পাসবুক সিঙ্ক্রোনাইজ করতে মূল ড্যাশবোর্ডে ফিরতে হবে। এটা হয়ে গেলেই ৪ সংখ্যার এম-পাসবুক পিন তৈরি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপডেটের প্রয়োজন নেই, আবেদন করুন এসবিআই-এর এম-পাসবুকের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement