২৪.০৭ কোটি অ্যাকাউন্টে পিএফ-এর সুদের টাকা পাঠাল কেন্দ্র, মিসড কলে জানুন ব্যালান্স!

Last Updated:

পোস্টে লেখা হয়েছে, ‘২০২০-২১ অর্থবর্ষে ২৪.০৭ কোটি মানুষের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদের হারে টাকা পাঠানো হল’।

#নয়াদিল্লি: ২৪.০৭ কোটি মানুষের অ্যাকাউন্টে সুদের টাকা পাঠাল কেন্দ্র। ২০২০-২১ অর্থবর্ষে ৮.৫ শতাংশ সুদের হারে এই টাকা পাঠানো হয়েছে। ট্যুইটারে (Twitter) এই খবর জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। ওই পোস্টে লেখা হয়েছে, ‘২০২০-২১ অর্থবর্ষে ২৪.০৭ কোটি মানুষের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদের হারে টাকা পাঠানো হল’।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবর্ষে গ্রাহকরা ৮.৫ শতাংশ সুদ পেয়েছিলেন। চলতি অর্থবর্ষেও সুদের হার একই রেখেছে কেন্দ্র। নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকল কি না তা জানা যাবে কী ভাবে? এক্ষেত্রে মেসেজ, মিসড কল পরিষেবা, উমঙ্গ অ্যাপ (UMANG) এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকেছে কি না তা দেখতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
এসএমএস-এর মাধ্যমে
ইপিএফও গ্রাহকরা এসএমএসের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালান্স জানতে পারবেন। সেজন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ করতে হবে। লিখতে হবে ‘ইপিএফও ইউএএন এলএএন’। তার পর তা ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে। এলএএন বা ল্যান-এর অর্থ ভাষা। যদি কেউ ইংরেজিতে জানতে চান তাহলে এলএএন এর জায়গায় লিখতে হবে ‘ইএনজি’। তামিল হলে ‘টিএএম’। আবার হিন্দি হলে ‘এইচআইএন’ লিখে মেসেজ করতে হবে।
advertisement
মিসড কলের মাধ্যমে
০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসড-কল পরিষেবা প্রদান করে ইপিএফও। নিজের নথিভুক্ত করা মোবাইল নম্বর থেকে যদি গ্রাহক এই নম্বরে মিসড-কল দিলে তাঁকে ব্যালান্স জানিয়ে দেওয়া হবে। তবে যে গ্রাহকদের ইপিএফ অ্যাকাউন্টে 'কেওয়াইসি' তথ্য আপডেট আছে, একমাত্র তাঁরাই এই পরিষেবার সুবিধা পাবেন।
advertisement
ওয়েবসাইটের মাধ্যমে
অনলাইনে ব্যালান্স চেক করতে চাইলে ইপিএফও-র পাসবুক পোর্টালে যেতে হবে। প্রথমে আসবে রেজিস্ট্রেশনের পালা। তার পর ইউএএন এবং পাসবুক ডিটেল দিয়ে লগ ইন করতে হবে। এর পর ডাউনলোড/ভিউ অপশনে ক্লিক করলেই গ্রাহকের সামনে তাঁর পাসবুক খুলে যাবে। সেখান থেকে দেখে নেওয়া যাবে অ্যাকাউন্টে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ জমা পড়েছে কি না।
advertisement
উমঙ্গ অ্যাপের মাধ্যমে
স্মার্টফোনের গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে এই অ্যাপ থেকে ডাউনলোড করে নিলেই ইপিএফ স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে পারবেন গ্রাহকরা। প্রথমে অ্যাপ খুলে ‘এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘ভিউ পাসবুক’ অপশনে। সেখানে ইউএএন টাইপ করতে হবে। তার পর নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেটা বসালেই নিজের ইপিএফ অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে পারবেন গ্রাহক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৪.০৭ কোটি অ্যাকাউন্টে পিএফ-এর সুদের টাকা পাঠাল কেন্দ্র, মিসড কলে জানুন ব্যালান্স!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement