#নয়াদিল্লি: করোনার জেরে বর্তমানে সকলের জন্য স্বাস্থ্য বিমা করানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ৷ আপনি কী কোনও স্বাস্থ্য বিমা করানোর পরিকল্পনা করছেন তাহলে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ আম আদমি বিমা যোজনা নামে এলআইসি-র একটি সামাজিক সুরক্ষার পলিসি রয়েছে ৷ প্রথমে অসংগঠিত কর্মীদের জন্য শুরু করা হয়েছিল ৷ এই যোজনায় লাইফ ইনস্যুরেন্স কভারেজের সুবিধা দেওয়া হয় ৷
এই যোজনার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে ৷ আবেদনকারীকে পরিবারের মাথা হতে হবে ৷ পাশাপাশি পরিবারের জন্য তাকে রোজগার করতে হবে, দারিদ্র সীমারেখার নিচে হতে হবে বা দারিদ্র সীমারেখার উপরের সদস্য যিনি শহরে থাকেন কিন্তু শহরের পরিচয় পত্র দেওয়া হয়নি এবং গ্রামীণ এলাকায়ও তাদের যাতে জমি না থাকে ৷
যোজনার জন্য আবেদনকারীকে রেশন কার্ড, জন্মের প্রমাণ পত্র, ভোটার আইডি, আধার কার্ড জমা দিতে হবে ৷
এলআইসি ওয়েবসাইট অনুযায়ী, বিমা সুরক্ষার সময়কালে পলিসি হোল্ডারের স্বাভাবিক ভাবে মৃত্যু হলে নমিনি ৩০০০০ টাকা পেয়ে যাবেন ৷ মৃত্যু দুর্ঘটনার কারণে হলে নমিনি ৭৫০০০ টাকা পেয়ে যাবেন ৷ আংশিক বিকলাঙ্গতার জন্য মিলবে ৩৭৫০০ টাকা ৷
৩০০০০ টাকার বিমার জন্য প্রতি বছর ২০০ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aam Admi Bima Yojana, Insurance, Insurance policy, LIC, LIC policy