#নয়াদিল্লি: ভারতীয় শেয়ার বাজার (Share Market) বুধবার খোলার সময় সবুজ সঙ্কেত দেখা যায়। খানিক স্বস্তি পেয়েছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ বাজার খোলার কিছুক্ষণ পরেই দেখা যেতে থাকে লাল সঙ্কেত। আজ আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) মুদ্রা নীতি জারি করবে এবং হার বৃদ্ধির সিদ্ধান্তও নেবে। ফলে বিনিয়োগকারীদের চোখ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সেই সিদ্ধান্তের দিকেই।
আরও পড়ুন: ফের বাড়ল রেপো রেট, আরও বাড়তে পারে ঋণের সুদের হারএদিন সেনসেক্সর(Sensex)ক্ষেত্রে ২৫ পয়েন্ট পতন দেখা গিয়েছে। ফলে তা পৌঁছেছে ৫৫,০৭০-এর কাছাকাছি। অন্য দিকে, নিফটি-র (Nifty) ক্ষেত্রে সেরকম কিছু উত্থান-পতন দেখা যায়নি। তবে তা ১৬৪০০-র স্তর বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদিও ব্যাঙ্ক নিফটি-র ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেখা যাচ্ছে। আসলে ব্যাঙ্ক নিফটি ৫০ পয়েন্টের থেকেও বেশি বেড়েছে এবং তা ৩৫০০০-এর স্তরের উপরে পৌঁছে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের অবস্থানে বাজারের গতিবিধি:
বাজার বিশেষজ্ঞদের মতে, আজ বাজারের গতিবিধি নির্ভর করবে রিজার্ভ ব্যাঙ্কের মনোভাবের উপর। আরবিআই আর্থিক নীতি জারি করতে চলেছে, তার পাশাপাশি হার বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। আর রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের উপরই নির্ভর করবে শেয়ার বাজারের প্রতিক্রিয়া। যদিও অনেকেই আগাম ভবিষ্যদ্বাণী করছেন যে, সুদের হার বাড়বে। এখন এটা কতটা বাড়বে, তার উপরেই আসলে বাজারের প্রতিক্রিয়া নির্ভর করছে। যদি সিআরআর (CRR) বৃদ্ধি পায়, তাহলে তা নেতিবাচক হবে।
আরও পড়ুন: জন সমর্থ পোর্টাল চালু প্রধানমন্ত্রীর! একই প্ল্যাটফর্মে মিলবে অনেক সুবিধেঅপোরিশোধিত তেল:
অপরিশোধিত তেল আজ ১২০ ডলারের উপরে বাণিজ্য করছে। আর অপরিশোধিত তেলের দামের কারণে ইতিমধ্যেই বাজারের অবস্থা শোচনীয়। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম লাগাতার ১২০ ডলার চলতে থাকলে তা বাজারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর মধ্যে ভারত আবার বিশ্বের তৃতীয় বৃহত্তম পেট্রোলিয়াম আমদানিকারক। ফলে এই পরিস্থিতিতে ভারতে অপরিশোধিত তেলের দামের বিরাট প্রভাব পড়ছে।
আরও পড়ুন: তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করলে বেশি লাভ হয় কেন? কোথায় বিনিয়োগে বেশি লাভ, জানুনঅন্য দিকে আবার, মঙ্গলবার মার্কিন বাজার বন্ধ হওয়ার সময় সেখানে উর্ধ্বগতিই দেখা গিয়েছিল। কিন্তু দেশীয় কারণে তা ফের দুর্বল হয়ে পড়েছে। আর বিশেষজ্ঞদের মতে, আজ বাজার সম্পূর্ণ রূপে দেশীয় কারণের উপরেই চালিত হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sensex, Stock Markets