Akshaya Tritiya Special Gold Price : অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলে মিলছে বাম্পার ডিসকাউন্ট, সঙ্গে পাবেন সোনার কয়েনও

Last Updated:

Akshaya Tritiya Special Gold Price : দেখে নিন কোন বিক্রেতা কোন জিনিসের উপরে কত টাকা ডিসকাউন্ট মিলছে ৷

#নয়াদিল্লি: অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) উপলক্ষ্যে একাধিক সংস্থা ও ট্রেডার্স বিভিন্ন জিনিসের উপরে ক্যাশব্যাকের বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে ৷ এর মধ্যে সোনার পাশাপাশি ইলেকট্রনিক ও অন্যান্য জিনিসও সামিল রয়েছে ৷
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, এদিন বিক্রেতারা গাড়ি, টিভি, স্মার্টফোন থেকে নিয়ে সোনার জিনিসে মিলছে বাম্পার ডিসকাউন্ট ৷ দেখে নিন কোন বিক্রেতা কোন জিনিসের উপরে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে ৷ এর মধ্যে বিজয় সেলস, এসবিআই, জুয়েলারি ব্র্যান্ড, অ্যামাজন-সহ ফোন পে-র মতো ডিজিটাল পেমেন্ট সংস্থাও সামিল রয়েছে ৷
advertisement
advertisement
বিজয় সেলসে ৬০ শতাংশ ডিসকাউন্ট
অক্ষয় তৃতীয়ায় সোনার পাশাপাশি অন্যান্য জিনিস যেমন ইলেকট্রনিক জিনিসেও বিপুল ছাড় দেওয়া হচ্ছে ৷ বিজয় সেলসে বিভিন্ন জিনিসে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বিরাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷ বিক্রেতার তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, এসি, কুলার, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, স্মার্টওয়াচ, ফোন, ব্লুটুথ-সহ একাধিক গ্যাজেটসে ভাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷
advertisement
SBI credit card-এ কেনাকাটায় মিলছে ছাড়
এসবিআই তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে করা কেনা কাটার উপরে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ৷ ক্যারাটলেন, কল্যাণ জুয়েলার্স, সিএস জুয়েলার্স, খেমজি জুয়েলার্স, সেনকো-র মতো জুয়েলারি ব্র্যান্ড থেকে জিনিস কিনলে এসবিই কার্ডে ডিসকাউন্ট দেওয়া হবে ৷ ব্যাঙ্ক সোনা কেনার পাশাপাশি হীরে ও পার্লের উপরেও ছাড় মিলছে ৷ এছাড়া মেকিং চার্জেও টাকা বাঁচানোর সুযোগ রয়েছে ৷
advertisement
কোন কোন ব্র্যান্ড ছাড় দিচ্ছে
তানিষ্ক- এই জুয়েলারি ব্র্যান্ড অক্ষয় তৃতীয়ার বিশেষ উপলক্ষ্যে সোনা ও হীরের গয়নার মেকিং চার্জে ২০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ৷ সোনার কয়েনে ৫ শতাংশ ফ্ল্যাট ছাড় দিচ্ছে সংস্থা ৷ বেশ কিছু জিনিসে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে ৷ এই অফার ৪ মে পর্যন্ত থাকবে ৷
ক্যারেটলেন- তানিষ্কের পার্টনার ব্র্যান্ড ক্যারাটলেন ডায়মন্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে ৷ এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে ৷ এই ব্র্যান্ড ডিজিটাল সোনা কেনার উপরে ১০০ শতাংশ বায়ব্যাক গ্যারেন্টিও দিচ্ছে ৷
advertisement
মালাবার- এই ব্র্যান্ড ২৫ হাজার টাকার সোনার গয়না কেনার উপরে ১টি সোনার কয়েন দিচ্ছে ৷ ২৫ হাজার টাকার ২টি ডায়মন্ড জুয়েলারি কিনলে মিলবে ২টো সেনার কয়েন ৷
সেনকো- এই ব্র্যান্ড অনলাইন কেনাকাটায় ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ ছাড় দিচ্ছে ৷ সোনার গয়নার মেকিং চার্জে মিলবে ২৫ শতাংশ ছাড়, প্ল্যাটিনাম গয়নার মেকিংয়ে মিলবে ৩০ শতাংশ ছাড় ৷ এবং রুপোর গয়নার মেকিং চার্জে পেয়ে যাবেন ২০ শতাংশ ডিসকাউন্ট ৷ ১.৫ লক্ষ টাকার বেশি গয়না কিনলে পেয়ে যাবেন ১ গ্রামের সোনার কয়েন ৷ এই অফার ৪মে পর্যন্ত মিলবে ৷
advertisement
কল্যাণ জুয়েলার্স- এখানে হীরের গয়নায় কোনও মেকিং চার্জ দিতে হবে না ৷ এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় ৷
পিসি চন্দ্র- ২২ ও ১৪ ক্যারেট সোনার গয়না কিনলে পেয়ে যেতে পারে সোনা ও রুপোর কয়েন দিয়ে থাকে ৷ ডায়মন্ড ও রুপোর গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ৷ সোনার গয়নার মেকিং চার্জে পেয়ে যেতে পারেন ১০ শতাংশ ছাড় ৷
advertisement
অ্যামাজন- ই-কমার্স সংস্থা অ্যামাজন তাদের ওয়েবসাইটে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে গ্রাহকদের জিভার তরফে ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ৷ এখানে ব্রেসলেট, ইয়ারিং, নেকলেস ইত্যাদিতে মিলবে ছাড় ৷
ফোন পে দিচ্ছে ক্যাশব্যাক-
ফোন পে-এর মাধ্যমে সোনা কিনলে ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন ৷ ২৪ ক্যারেট সোনা কিনলে ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে ৷ রুপো কিনলে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Akshaya Tritiya Special Gold Price : অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলে মিলছে বাম্পার ডিসকাউন্ট, সঙ্গে পাবেন সোনার কয়েনও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement