Share Market Update: দীর্ঘমেয়াদে ভাল মুনাফা পেতে বিনিয়োগ করুন এনবিএফসি-র শেয়ারে, পরামর্শ ব্রোকারেজ ফার্মের!

Last Updated:

Share Market Update: চলতি বছরের জানুয়ারি মাসে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে হাউজিং ফিনান্স কোম্পানি বা এইচএফসি (HFCs)-র জন্য খুচরো চাহিদা আংশিক ভাবে প্রভাবিত হলেও তা মজবুত ছিল।

#নয়াদিল্লি: ধীরে ধীরে কমছে করোনার প্রভাব। আর তার সঙ্গে বাড়ছে অর্থনৈতিক কার্যক্রমও। যার কারণে হাউজিং ফিনান্স কোম্পানিগুলির ঋণের পরিস্থিতিতেও উন্নতি দেখা গিয়েছে। এমনটাই জানিয়েছে ব্রোকিং ফার্ম শেয়ারখান (Sharekhan)। চলতি বছরের জানুয়ারি মাসে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে হাউজিং ফিনান্স কোম্পানি বা এইচএফসি (HFCs)-র জন্য খুচরো চাহিদা আংশিক ভাবে প্রভাবিত হলেও তা মজবুত ছিল। কনস্ট্রাকশন ফিনান্সের মতো মতো নন-ইন্ডিভিজুয়াল সেগমেন্টে ঋণের চাহিদার ক্ষেত্রে উন্নতি দেখা গিয়েছে। আসলে রিয়েল এস্টেট ও হাউজিং মার্কেটের উর্ধ্বগতির কারণে এমন হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া ভেহিকেল ফিনান্সের নিরিখে দেখা গিয়েছে, ব্যবহৃত যানবাহনের জন্য ঋণ বৃদ্ধি পেয়েছে। আর সেখানে উৎসবের পরে টু-হুইলার সেগমেন্টে ঋণ তুলনামূলক ভাবে কমই ছিল। যেসব ফিনান্সার রিটেল, মাইক্রো, পার্সোনাল লোন এবং এসএমই লোনের মতো বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে, তাদের জন্য ঋণের উন্নতি বেশ ভালোই ছিল। ব্রোকিং ফার্মের বক্তব্য, হাউজিং ফিনান্স কোম্পানিগুলির ক্ষেত্রে লোন বুকে চতুর্থ ত্রৈমাসিকে বার্ষিক ভিত্তিতে ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর সেখানে তা ত্রৈমাসিক ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ।
advertisement
advertisement
যেসব নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির (NBFC) শেয়ার কেনার পরামর্শ ব্রোকিং ফার্ম শেয়ারখান দিয়েছে, তার মধ্যে রয়েছে এলআইসি হাউজিং ফিনান্সও৷ বর্তমানে এই শেয়ারের বাজার মূল্য প্রায় ৩৭৬ টাকা, যেখানে এই শেয়ারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫০৫ টাকা। আজ শুক্রবার দুপুর ১২টা ২৪ মিনিটে BSE-তে জায়েন্ট হাউজিং ফিনান্স কোম্পানি HDFC লিমিটেডের বর্তমান দাম ছিল ২২৯৬.৫ টাকা৷ আর সেখানে শেয়ারখান আগেই বলেছিল যে, এই স্টকটির দাম ৩০২৫ টাকা পর্যন্ত পৌঁছতে পারে৷
advertisement
শেয়ারখান-কে উল্লেখ করে Goodreturns-এর রিপোর্ট বলছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv)-এর স্টক কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। এর বর্তমান দাম ৬০৭৭ টাকা, যেখানে টার্গেট রয়েছে ৯০৯৭ টাকার। চোলামণ্ডলাম (Cholamandalam)-এর বর্তমান দাম ৬৭৯ টাকা, যেখানে টার্গেট রয়েছে ৭৪০ টাকার। শেয়ার বাজারের সাম্প্রতিক অস্থিরতার প্রভাব এই শেয়ারগুলির উপরেও দেখা গিয়েছে। তবে বর্তমানে এই শেয়ারগুলি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Share Market Update: দীর্ঘমেয়াদে ভাল মুনাফা পেতে বিনিয়োগ করুন এনবিএফসি-র শেয়ারে, পরামর্শ ব্রোকারেজ ফার্মের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement