Changes in Rules: বিমা থেকে লোন, জুন থেকে বদলাতে চলেছে এই ৫টি বড় নিয়ম

Last Updated:

Changes in Rules: দেখে নিন কী কী বদল করা হবে-

#নয়াদিল্লি: জুন মাসে ৫টি নিয়মে বড় বদল হতে চলেছে যার প্রভাব আপনার পকেটে সরাসরি পড়তে চলেছে ৷ সাধারণত নতুন মাস পড়লে বেশ কিছু আর্থিক বিষয়ে বদল হয়ে থাকে ৷ এর মধ্যে সামিল থাকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে ব্যাঙ্কের এফডি-তে সুদের হার ৷  অন্যান্য মাসের মতো, জুন মাসেও এরকম ৫টি বড় নিয়ম বদল করা হবে ৷ এর মধ্যে গোল্ড হলমার্কিং, এসবিআই হোম লোন, অ্যাক্সিস ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের নিয়ম, মোটর ইনস্যুরেন্সের প্রিমিয়াম ও আধার এনাবেল্ড পেমেন্টে শুল্ক সামিল রয়েছে ৷ দেখে নিন কী কী বদল করা হবে-
স্টেট ব্যাঙ্কের হোম লোন-
আপনি কী স্টেট ব্যাঙ্কের হোম লোন নিয়েছেন তাহলে ১ জুন থেকে অতিরিক্ত সুদের হারের বোঝা নিতে হবে ৷ অন্যদিকে, ব্যাঙ্ক থেকে নতুন লোন নিলে খেয়াল রাখবেন বদলে গিয়েছে সুদের হার ৷ স্টেট ব্যাঙ্কের এক্সটার্নল বেঞ্চমার্ক লেন্ডিং রেট ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ বাড়িয়ে এখন ৭.০৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
advertisement
মোটর ইনস্যুরেন্স প্রিমিয়াম-
মোটর ইনস্যুরেন্স প্রিমিয়ামের জন্য এবার বেশি টাকা দিতে হবে ৷ সড়ক ও পরিবহণ মন্ত্রক নোটিফিকেশন জারি করে জানিয়েছে ১০০০ সিসি ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম এখন ২০৯৪ টাকা হবে যা কোভিড ১৯ মহামারির আগে ২০৭২ টাকা ছিল ৷ এছাড়া ১০০০ সিসি থেকে ১৫০০ সিসি-র ইঞ্জিনের গাড়ির ইনস্যুরেন্স প্রিমিয়াম ৩২২১ থেকে বাড়িয়ে ৩৪১৬ করা হয়েছে ৷
advertisement
গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায়-
১ জুন থেকে গোল্ড হলমার্কিংয়ের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৷ এবার ৩২টি নয়া জেলায় হলমার্কিং সেন্টার্স খোলা হবে ৷ এর আগে ২৫৬ জেলায় হলমার্কিং সেন্টার্স ছিল ৷ এবার মোট ২৮৮ জেলায় কেবল হলমার্ক করা ২০ থেকে ২৪ ক্যারেট সোনা বিক্রি করা হবে ৷
অ্যাক্সিস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট -
অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টের পরিষেবা চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ নতুন চার্জ ১ জুন থেকে লাগু করা হবে ৷ এর পাশাপাশি অতিরিক্ত চেক বুকের উপরও চার্জ নেওয়া হবে ৷
advertisement
আধার এনাবেল্ড পেমেন্টের শুল্ক -
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেমে ট্রানজাকশন চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ নয়া নিয়ম ১৫ জুন থেকে লাগু করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes in Rules: বিমা থেকে লোন, জুন থেকে বদলাতে চলেছে এই ৫টি বড় নিয়ম
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement