Petrol and Diesel Price: ৫ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল!

Last Updated:

Petrol and Diesel Price: এই বিষয়ে মহারাষ্ট্র, গুজরাট ও তেলেঙ্গনা সবচেয়ে বেশি লাভে রয়েছে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপরে এক্সাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র সরকার ৷ এরপর বেশ কয়েকটি রাজ্যও পেট্রোপণ্যের উপরে ভ্যাট কমিয়েছে ৷ এর জেরে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১০ থেকে ১৫ টাকা কমে গিয়েছে ৷ রাজ্য সরকার চাইলে জ্বালানির দামে আরও ৫ টাকা প্রতি লিটারে কমাতে পারবেন এবং সাধারণ কিছুটা হলে স্বস্তি পাবেন ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সোমবার একটি রিপোর্টে জানিয়েছে, যখন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ছিল তখন রাজ্যগুলি ভ্যাট হিসেবে ৪৯,২২৯ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব পেয়েছিল ৷ এর জেরে রাজ্যগুলির কাছে ভ্যাট কমানোর আবেদন করা হচ্ছে ৷
advertisement
advertisement
এসবিআই-এর রিসার্চের রিপোর্ট -
এসবিআই রিসার্চ তাদের রিপোর্টে জানিয়েছে, ভ্যাট এখনও রেভেনিউ থেকে ৩৪,২০৮ কোটি টাকার বেশি ৷ রাজ্য সরকার চাইলে তেলের দাম কমাতে পারবে ৷ এসবিআই এর চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্য কান্তি ঘোষ রিপোর্টে জানিয়েছে কোভিড ১৯ এর পর রাজ্যের আর্থিক পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে ৷
advertisement
এই বিষয়ে মহারাষ্ট্র, গুজরাট ও তেলেঙ্গনা সবচেয়ে বেশি লাভে রয়েছে ৷ ঘোষ জানিয়েছেন, মহারাষ্ট্রের মতো বড় রাজ্য যেখানে জিডিপি অনুপাতের তুলনায় ঋণ কম আছে তারা পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৫ টাকা পর্যন্ত কমাতে পারবেন ৷ হরিয়ানা, কেরল, রাজস্থান, তেলেঙ্গনা ও অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যের ট্যাক্স-জিডিপি অনুপাতে ৭ শতাংশের বেশি ৷ এই রাজ্যগুলির জ্বালানির উপর ট্যাক্স অ্যাডজাস্ট করার কারণ রয়েছে ৷
advertisement
সমস্ত রাজ্য পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট নিয়ে থাকে ৷ দাম যত বেশি বাড়বে তত বেশি ভ্যাট পাবেন রাজ্য ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: ৫ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল-ডিজেল!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement