Fish Farming: 'এই' পদ্ধতিতে মাছ চাষ করলে কমচে উৎপাদন খরচ, বাড়ছে মাছের স্বাদও !

Last Updated:

Fish Farming: এক বিশেষ পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন খরচ অনেকটাই কমে যাচ্ছে, আর মাছের স্বাদও হচ্ছে আরও উন্নত। চাষিরা এই নতুন প্রযুক্তির মাধ্যমে লাভের মুখ দেখছেন। 

+
মাছ

মাছ চাষ

উত্তর ২৪ পরগনা: বসিরহাটে রাসায়নিকমুক্ত মাছ চাষ, অর্গানিকে ভরসা চাষিদের। সুন্দরবনের লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে বহু মানুষ মাছ চাষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু আধুনিক সময়ে লাভের আশায় অনেকেই রাসায়নিক পদ্ধতির উপর ভরসা করলেও, এবার বসিরহাটের একাধিক এলাকায় মাছ চাষে নতুন দিশা দেখাচ্ছেন মাছ চাষিরা। তারা প্রক্রিয়াজাত খাবারকে না বলেই প্রাকৃতিক উপায়ে জৈব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন, যা এলাকায় সাড়া ফেলেছে।
অর্গানিক মাছ চাষে মাছের খাবার হিসেবে বাজারের তৈরি খাবার ব্যবহার না করে জলাশয়ে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের দিকে জোর দেওয়া হচ্ছে। মাছ ছাড়ার আগে জলাশয়ের মাটিতে ফাইটোপ্লাংটন ও জু প্লাংটন সহজে বৃদ্ধি পায়, তার জন্য বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়। মাছ চাষিরা জানিয়েছেন, জমিতে যেমন ভাল ফসলের জন্য সার ব্যবহার করতে হয়, ঠিক তেমনই জলাশয়ে নির্দিষ্ট মাত্রায় জৈব ও অজৈব সার ব্যবহার করা হলে পানিতে প্রাকৃতিক খাদ্যের উপাদান বাড়ে, যা মাছের বৃদ্ধি এবং স্বাস্থ্য রক্ষায় সহায়ক হয়।
advertisement
advertisement
বসিরহাটের আন্দুলপোতার মাছচাষি সাহেব আলি জানিয়েছেন, “মাছ ছাড়ার আগে জলাশয়ের মাটিতে চুন ও খোল ছড়িয়ে দিতে হয়। এতে মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায় এবং ফাইটোপ্লাংটন ও জু প্লাংটন ভালোভাবে তৈরি হয়।
advertisement
পরে এই প্রাকৃতিক খাবার থেকেই মাছ খাবার সংগ্রহ করে, এতে বাজারের রাসায়নিক খাবারের ব্যবহার কমে যায়।” এই পদ্ধতিতে মাছের স্বাদ যেমন ভাল হচ্ছে, তেমনি উৎপাদন খরচও অনেকটাই কমছে। পাশাপাশি, রাসায়নিকের ব্যবহার কমায় পরিবেশও রক্ষা পাচ্ছে। মাছ চাষিদের দাবি, এই অর্গানিক পদ্ধতিতে মাছ চাষে এলাকায় মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, যা ভবিষ্যতের টেকসই মৎস্যচাষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিশা দেখাচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা 
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fish Farming: 'এই' পদ্ধতিতে মাছ চাষ করলে কমচে উৎপাদন খরচ, বাড়ছে মাছের স্বাদও !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement