PM KISAN: পিএম কিষান সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় ! জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: পিএম-কিষান পোর্টালে আপনার মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি জেনে নিন :
advertisement
advertisement
কৃষকরা তাঁদের রেজিস্টার করা মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে পিএম-কিষান কিস্তির টাকা সম্পর্কে জানতে পারবেন ৷ আধার যাচাই প্রক্রিয়ায় ওটিপি ভিত্তিক যাচাইয়ের জন্য সঠিক মোবাইল নম্বর থাকা অত্যন্ত জরুরি। মোবাইল নম্বর প্রয়োজন হয় কিস্তির স্ট্যাটাস আপডেট, অভিযোগের নিষ্পত্তি এবং পুনরায় যাচাইয়ের সময়ও। তাই, যদি আপনার পুরনো ফোন নম্বর হারিয়ে গিয়ে থাকে বা এখন তা বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই নতুন নম্বর আপডেট করা প্রয়োজন।
advertisement
advertisement
১. অফিসিয়াল ওয়েবসাইটে — https://pmkisan.gov.in-এ যেতে হবে ৷২. হোমপেজে একটু নীচে স্ক্রোল করুন, তারপর ‘Update Mobile Number’ অপশনে ক্লিক করুন।৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর অথবা আধার নম্বর লিখুন।৪. ক্যাপচা কোডটি দিন এবং ‘Search’ বাটনে ক্লিক করুন।৫. আপনার প্রোফাইল খোলার পর, নতুন মোবাইল নম্বরটি লিখে ‘Submit’ করুন।৬. ওটিপি দিয়ে যাচাই করুন। নতুন মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হতে পারে, যা দিয়ে নিশ্চিতকরণ করতে হবে।
advertisement