PM Kisan: কৃষকরা এবার প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা ! কী এই নয়া স্কিম এবং কীভাবে করবেন আবেদন?

Last Updated:

দেখে নিন কী ভাবে করবেন আবেদন?

#নয়াদিল্লি: দেশের সব কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর ৷ কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে সরকারের তরফে একাধিক স্কিম চালানো হয়ে থাকে ৷ এর মধ্যে একটি বিশেষ স্কিম হচ্ছে - পিএম কিষান মানধন যোজনা (PM Kisan Maandhan Pension Scheme) ৷ এটি একটি পেনশন স্কিম যার মাধ্যমে কৃষকরা প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা ৷
পিএম কিষান মানধন স্কিমের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনায় ৬০ বছর বয়সের পর পেনশন পাওয়ার সুবিধা রয়েছে ৷ এখানে ১৮ থেকে ৪০ বছরের বয়সের কৃষকরা ইনভেস্ট করতে পারবেন ৷ মানধন যোজনায় কৃষকরা প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা পেনশন ৷
advertisement
advertisement
পিএন কিষান মানধন যোজনা (PM Kisan Maandhan Pension Scheme) কী ?
২০১৯ সালে এই যোজনা শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ পিএম কিষান মানধন যোজনাকে কিষান পেনশন যোজনার নামেও জানা যায় ৷ প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় দেশের সমস্ত ছোট কৃষকদের ৬০ বছরের পর থেকে সরকারের তরফে ৩০০০ টাকা পেনশন দেওয়া হবে ৷
advertisement
প্রতি মাসে জমা করতে হবে ৫৫ টাকা-
পিএম কিষান মানধন যোজনায় অবেদনকারীদের প্রতি মাসে প্রিমিয়াম দিতে হবে ৷ ১৮ বছর বয়সে যোজনা শুরু করলে প্রতি মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ৪০ বছর বয়স হলে দিতে হবে ২০০ টাকা প্রিমিয়াম ৷
advertisement
কোন কৃষকরা এই যোজনার সুবিধা পাবেন ?
পিএম কিষান মানধন যোজনার (PM Kisan Maandhan Pension Scheme) সুবিধা কেবল সেই কৃষকদের দেওয়া হবে যাঁদের কাছে দু-হেক্টর চাষের জমি থাকতে হবে ৷ কোনও কারণে সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়ে গেলে তাঁর স্ত্রী প্রতি মাসে ১৫০০ টাকা পেনশন পাবেন ৷
advertisement
দেখে নিন কী ভাবে করবেন আবেদন?
  • সবার প্রথমে ওয়েবসাইটে https://maandhan.in/.. যেতে হবে
  • এর জন্য Click Here to Apply Online এ ক্লিক করতে হবে
  • এখানে Self Enrolment এ ক্লিক করতে হবে
  • পিএম কিষান মানধন যোজনা অনুযায়ী কৃষকদের ৬০ বছরের পর থেকে পেনশন দেওয়া হবে
  • পিএম কিষান (PM Kisan) যোজনার সুবিধাভোগীদের কোনও ডকুমেন্টস জমা দিতে হবে না
  • পিএম কিষান যোজনার সুবিধাভোগীদের সরাসরি মানধন স্কিমে রেজিস্ট্রেশন হয়ে যাবে
advertisement
কী কী ডকুমেন্টস-
  • চাষের জমির কাগজ দিতে হবে
  • পরিচয় পত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • আয়ের প্রমান পত্র
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক
  • আধার কার্ড
  • বয়সের প্রমান পত্র
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকরা এবার প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা ! কী এই নয়া স্কিম এবং কীভাবে করবেন আবেদন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement