এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এবার থেকে কেবল ১০০০ টাকা তুলতে পারবেন! জেনে নিন কেন.....

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) শুক্রবার জানিয়েছে, আগামী ৬ মাস পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে ৷

#নয়াদিল্লি: লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক সোলাপুরের (Laxmi Coop Bank Solapur) উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের খারাপ আর্থিক পরিস্থিতি দেখে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এবার থেকে ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট থেকে কেবল ১০০০ টাকা তুলতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক (RBI) শুক্রবার জানিয়েছে, ১২ নভেম্বর ২০২১ ব্যাঙ্ক বন্ধ হওয়ার পর থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে ৷ এই সময় বিধিনিষেধ নিয়ে পর্যালোচনা করা হবে ৷
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ-
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দেশ অনুযায়ী, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক (Laxmi Coop Bank Solapur) রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া না তো কোনও ঋণ দিতে পারবে আর না কোনও লোন মডিফাই করতে পারবেন ৷ ব্যাঙ্ক কোনও রকমের ইনভেস্ট করতে পারবে না আর না কোনও রকমের পেমেনট করবে বা পেমেন্টের অনুমতি দেবে ৷ আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের ১০০০ টাকার বেশি তোলার অনুমতি দেওয়া হবে না ৷
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আরবিআই এর তরফে জারি নিষেধাজ্ঞাকে ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল হিসেবে মানা উচিৎ না ৷ ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির যতদিন উন্নতি না হয় ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে ৷
advertisement
লোনের কিস্তি নিয়ে কী জানাল আরবিআই?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লোনের কিস্তি কাটা হয় তাদের শর্ত অনুযায়ী সেটেলমেন্ট করার অনুমতি দেওয়া হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে এবার থেকে কেবল ১০০০ টাকা তুলতে পারবেন! জেনে নিন কেন.....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement