Petrol Diesel Price Today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে তেলের লেটেস্ট রেট

Last Updated:

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 14 November 2021)

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির তরফে রবিবার অর্থাৎ ১৪ নভেম্বরের জন্য জারি করা হল পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price Today) দাম ৷ এদিনও সাধারনের স্বস্তি বজায় রেখে অপরিবর্তিত রাখা হল জ্বালানির দাম ৷ গত কয়েকদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ৷
দীপাবলির একদিন আগে কেন্দ্র সরকারের তরফে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছিল ৷ এর জেরে অনেকটাই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের ৷ আবগারি শুল্ক কমানোর পর থেকেই স্থির রয়েছে জ্বালানির দাম ৷
advertisement
advertisement
রাজ্যগুলিও কমিয়েছে দাম-
কেন্দ্র সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পর একাধিক রাজ্য সরকার তাদের স্তরেও দাম কমিয়েছে ৷ উত্তরপ্রদেশে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে ১২-১২ টাকা দাম কমিয়েছে ৷ এরপর উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তেলের দাম (Petrol Diesel Price Today) ১০০ টাকার কম হয়ে গিয়েছে প্রতি লিটারে ৷ রবিবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা ৷ ডিজেল মিলছে ৮৬.৬৭ টাকায় ৷
advertisement
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 14 November 2021)
  • দিল্লি- পেট্রোল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
  • শ্রীগঙ্গানগর- পেট্রোল ১১৪.০১ টাকা, ডিজেল ৯৮.৩৯ টাকা
advertisement
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)
  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
  • চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
  • আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
  • পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
  • গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
  • দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
  • দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে তেলের লেটেস্ট রেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement