Organic Fertilizer: এই সার ব্যবহারের মাধ্যমে দ্বিগুণ মুনাফা সম্ভব! কীভাবে জেনে নিন

Last Updated:

দীর্ঘ সময় ধরে জৈব সার ব্যবহার করার মাধ্যমে যে কোনও চাষের ক্ষেত্রে অধিক মুনাফার মুখ দেখতে পারছেন।

+
title=

কোচবিহার: কৃষি ক্ষেত্রে ব্যাপক মুনাফা লাভ করা সম্ভব খুব সহজেই। তবে তার জন্য সঠিক পদ্ধতি ও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলেই যে কোন কৃষক স্বল্প খরচে অধিক মুনাফার মুখ দেখতে পারবেন। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত বামন হাট এলাকার এক এ কৃষক এমনটাই জানাচ্ছেন। তিনি দীর্ঘ সময় ধরে জৈব সার ব্যবহার করার মাধ্যমে যে কোনও চাষের ক্ষেত্রে অধিক মুনাফার মুখ দেখতে পারছেন। এই জৈব সার বাড়িতে উৎপাদন করা খুব সহজেই সম্ভব। স্বল্প জায়গায় স্বল্প খরচে এই সার তৈরি করে কৃষিক্ষেত্রে অধিক মুনাফার মুখ দেখতে পাওয়া যায় খুব সহজেই। এই সার ব্যবহার করতে বা তৈরি করতে খুব একটা বেশি খরচের প্রয়োজন পড়ে না।
অভিজ্ঞ এক কৃষক মুজাহিদ হোসেন জানাচ্ছেন, "গোবর, বাড়ির ব্যবহৃত সবজির ফেলে দেওয়া খোসা এবং কেঁচো দিয়ে খুব সহজেই এই জৈব সার তৈরি করা যায়। প্লাস্টিক কিংবা কংক্রিট ঢালাই এর পিট তৈরি করার পর এগুলি তো সঞ্চয় করতে হয় সেখানে। তারপর সময় দিতে হয় ৯০ থেকে ১০০ দিন। সেখানেই ধীরে ধীরে তৈরি হয়ে ওঠে এই জৈব সার। এই সার চাষের জমিতে ব্যবহার করলে যে কোন ফসলের ক্ষেত্রে অধিক ফলন পাওয়া যায়। এছাড়াও ফলন হওয়া সবজি ও সবজির গাছ তরতাজা থাকে অনেকদিন পর্যন্ত। রাসায়নিক সার ব্যবহার না করে এই সার ব্যবহার করলে অধিক ফলন পাওয়া সম্ভব।"
advertisement
advertisement
বাড়ির যে কোন স্বল্প জায়গায় এই পিট তৈরি করার মাধ্যমে। এই সার খুব সহজে তৈরি করতে পারবেন যে কোনও কৃষক। অত্যাধুনিক পদ্ধতিতে যে সমস্ত চাষাবাদ করা হচ্ছে। সেই সমস্ত চাষাবাদের ক্ষেত্রে এই জৈব সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার তৈরি করতে কেঁচোর ব্যবহার করা হয় বলে এই সারকে কেঁচো সার ও বলা হয়ে থাকে। তবে বাজারে যে সমস্ত রাসায়নিক সার কিনতে পাওয়া যায় তার চাইতে অনেক কম খরচে এই সার তৈরি করতে পারবেন যেকোনো কৃষক। তবে সঠিক পদ্ধতি ও পন্থা অবলম্বন করলে এই সার ব্যবহার করে অধিক মুনাফার মুখ দেখতে পাওয়া যায়। তবে বিস্তারিত সাহায্যের জন্য যে কোন কৃষক নিজের এলাকার কৃষি দফতরের সহায়তা নিতে পারবেন।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Organic Fertilizer: এই সার ব্যবহারের মাধ্যমে দ্বিগুণ মুনাফা সম্ভব! কীভাবে জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement