EPFO Updates: অনেকেই জানেন না! EPFO-তে মেলে ৭ লাখ টাকা, কীভাবে জানুন

Last Updated:

EPFO Updates: বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীরও বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পান।

EPFO-তে মেলে ৭ লাখ টাকা
EPFO-তে মেলে ৭ লাখ টাকা
নিউ দিল্লি: অনেক সময় কর্মচারীরা পিএফ-এ সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে, তাঁরা তাঁদের সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হন। EPFO-তে PF অ্যাকাউন্টধারীদের জন্য ৭ লক্ষ টাকার সুবিধা থাকে।
কারণ, ইপিএফও সদস্যরা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ EDLI এর অধীনে বিমা কভারের সুবিধা পান। স্কিমে মনোনীত ব্যক্তিকে সর্বাধিক ৭ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হয়। বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীরও বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পান।
দুর্ঘটনা কিংবা অসুস্থতায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে এই স্কিমের দাবি করা যেতে পারে। অ্যাকাউন্টহোল্ডারে যিনি নমিনি রয়েছেন, সাধারণত তিনি এই সুবিধা পান।
advertisement
advertisement
যদি এই স্কিমের অধীনে কোনও নমিনি না থাকে, তবে কভারেজ পাবেন মৃত কর্মচারীর স্ত্রী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলেরা। নমিনি যদি নাবালক হয় অর্থাৎ ১৮ বছরের নিচে, তাহলে তার অভিভাবক তার পক্ষে দাবি করতে পারেন।
EPFO ​সদস্যর হঠাৎ মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এই বিমা কভারের জন্য দাবি করতে পারেন। দাবি করার জন্য, বিমা কোম্পানিকে কর্মচারীর মৃত্যুর শংসাপত্র, উত্তরাধিকার শংসাপত্র, নাবালক মনোনীত ব্যক্তির পক্ষে আবেদনকারী অভিভাবকের শংসাপত্র এবং ব্যাঙ্কের বিবরণ প্রদান করতে হবে।
advertisement
EPFO এখন মনোনীত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ই-নোমিনেশনের সুবিধা শুরু করেছে। এই তথ্যের পরেই নাম, অনলাইন মনোনীত ব্যক্তির জন্ম তারিখ আপডেট করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Updates: অনেকেই জানেন না! EPFO-তে মেলে ৭ লাখ টাকা, কীভাবে জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement