EPFO Updates: অনেকেই জানেন না! EPFO-তে মেলে ৭ লাখ টাকা, কীভাবে জানুন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
EPFO Updates: বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীরও বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পান।
নিউ দিল্লি: অনেক সময় কর্মচারীরা পিএফ-এ সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে, তাঁরা তাঁদের সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হন। EPFO-তে PF অ্যাকাউন্টধারীদের জন্য ৭ লক্ষ টাকার সুবিধা থাকে।
কারণ, ইপিএফও সদস্যরা এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ EDLI এর অধীনে বিমা কভারের সুবিধা পান। স্কিমে মনোনীত ব্যক্তিকে সর্বাধিক ৭ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হয়। বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত কর্মীরও বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পান।
দুর্ঘটনা কিংবা অসুস্থতায় কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে এই স্কিমের দাবি করা যেতে পারে। অ্যাকাউন্টহোল্ডারে যিনি নমিনি রয়েছেন, সাধারণত তিনি এই সুবিধা পান।
advertisement
advertisement
যদি এই স্কিমের অধীনে কোনও নমিনি না থাকে, তবে কভারেজ পাবেন মৃত কর্মচারীর স্ত্রী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলেরা। নমিনি যদি নাবালক হয় অর্থাৎ ১৮ বছরের নিচে, তাহলে তার অভিভাবক তার পক্ষে দাবি করতে পারেন।
EPFO সদস্যর হঠাৎ মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী এই বিমা কভারের জন্য দাবি করতে পারেন। দাবি করার জন্য, বিমা কোম্পানিকে কর্মচারীর মৃত্যুর শংসাপত্র, উত্তরাধিকার শংসাপত্র, নাবালক মনোনীত ব্যক্তির পক্ষে আবেদনকারী অভিভাবকের শংসাপত্র এবং ব্যাঙ্কের বিবরণ প্রদান করতে হবে।
advertisement
EPFO এখন মনোনীত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ই-নোমিনেশনের সুবিধা শুরু করেছে। এই তথ্যের পরেই নাম, অনলাইন মনোনীত ব্যক্তির জন্ম তারিখ আপডেট করা হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 9:53 PM IST

