EPFO Updates: সরকারি-বেসরকারি কর্মীদের জন্য চমকে দেওয়া খবর! EPFO সুদ নিয়ে বড় আপডেট আসছে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
EPFO Updates: সকলে তাকিয়ে রয়েছেন EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির মিটিং-এর দিকে।
নয়া দিল্লি: চাকুরিজীবীদের জন্য একটি বড় খবর। শীঘ্রই আপনার PF অ্যাকাউন্টে সুদের হারে পরিবর্তন হতে পারে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (যে সংস্থা PF অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে) শীঘ্রই ২০২২-২০২৩ আর্থিক বছরের জন্য PF অ্যাকাউন্টে সুদের হার নির্ধারণ করতে পারে।
বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির মিটিং এই মাসের শেষে বা মার্চের শুরুতে হতে পারে। সুদের হারগুলি ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি দ্বারা সুপারিশ করা হয়। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিকে এই সংস্থার সুপারিশের উপর সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন মহলে জল্পনা, সরকার ২০২২-২০২৩ আর্থিক বছরের PF আমানতের সুদের হার প্রায় ৮% নির্ধারণ করতে পারে। ফলে আগের আর্থিক বছরের পিএফ-এর সুদের হার থেকে সামান্য কমতে পারে।
advertisement
সরকার ২০২১-২০২২ আর্থিক বছরের জন্য পিএফ সুদের হার উপর মাত্র ৮.১% অনুমোদন করেছিল। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ২০২০-২০২১ আর্থিক বছরের জন্য সুদের হার ৮.৫% নির্ধারণ করেছিল। ফলে দেখাই যাচ্ছে যে, রিপোর্টে উপর যদি বিশ্বাস করা হয় তাহলে সামান্য হলে পিএফ-র উপরে সুদের হার কমতে পারে চলতি অর্থবর্ষে।
advertisement
advertisement
যদিও এখন কেন্দ্র কিংবা ইপিএফও-র তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। আপাতত সকলে তাকিয়ে রয়েছেন EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির মিটিং-এর দিকে। সেই বৈঠকেই সম্ভবত কোন দিক উঠে আসবে বলে বিশ্বাস অনেকের।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 5:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Updates: সরকারি-বেসরকারি কর্মীদের জন্য চমকে দেওয়া খবর! EPFO সুদ নিয়ে বড় আপডেট আসছে