EPFO Higher Pension: মাত্র ১১ দিন বাকি! বিরাট সুযোগ সরকারি-বেসরকারি কর্মীদের, মোটা পেনশন EPFO-তে
- Published by:Suvam Mukherjee
Last Updated:
EPFO Higher Pension: যোগ্য EPS সদস্যকে নিকটস্থ স্থানীয় EPFO অফিসে যেতে হবে এবং সেখানে আবেদনপত্র পূরণ করতে হবে।
নয়া দিল্লি: কর্মচারীরা যদি আরও পেনশন পেতে চান তবে তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। কারণ, এই কাজটি ৩রা মার্চের আগে করতে হবে। এমপ্লয়িজ পেনশন স্কিম অর্থাৎ EPS-এর নির্ধারিত মাত্রার বেশি পেনশন দাবি করা যোগ্য কর্মীদের আবেদন করার শেষ তারিখ কাছাকাছি চলে এসেছে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে, যোগ্য কর্মচারীরা ঘোষণার তারিখ থেকে ৪ মাসের মধ্যে EPS এর নির্ধারিত মাত্রার বেশি পেনশন বেছে নিতে পারেন। এই সিদ্ধান্তটি ৪ নভেম্বর ২০২২ এ নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের চার মাসের সময়সীমা ৩রা মার্চ শেষ হচ্ছে।
advertisement
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে, কর্মচারীদের দুটি বিভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথম বিভাগে, সেই কর্মচারীদের নেওয়া হয়েছিল যাঁরা ১লা সেপ্টেম্বর ২০১৪ এর আগে ইপিএসের সদস্য ছিলেন। এবং তাঁরাই ইপিএসের উপরে এবং তার বেশিমাত্রার পেনশন বেছে নিয়েছিলেন। এমনকী এই বিভাগে সেই সব কর্মচারীরা আগের থেকে বেশি পেনশন পেতে বেসিক স্যালারির থেকে আরও বেশি টাকা কেটে নিচ্ছিলেন। কিন্তু EPFO আরও পেনশন পাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল।
advertisement
দ্বিতীয় ক্যাটাগরিতে সেই কর্মচারীরা ছিলেন যাঁরা ১ সেপ্টেম্বর ২০১৪ থেকে EPS-এর সদস্য ছিলেন। কিন্তু আরও পেনশন পাওয়ার অপশনে আবেদন করতে ব্যর্থ হন। এখন সুপ্রিম কোর্টের সময়সীমা অনুযায়ী, কর্মচারীদের আরও পেনশন পাওয়ার অপশন বেছে নিতে ১১ দিন বাকি আছে।
advertisement
যোগ্য EPS সদস্যকে নিকটস্থ স্থানীয় EPFO অফিসে যেতে হবে এবং সেখানে আবেদনপত্র পূরণ করতে হবে। এর সঙ্গে নথিপত্রও জমা দিতে হবে। বৈধতার জন্য আবেদনপত্রে অবশ্যই আগের সরকারি বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলক একটি দাবিত্যাগ থাকতে হবে। PF থেকে পেনশন তহবিলে সমন্বয়ের জন্য যৌথ ফর্মে কর্মচারীর সম্মতি প্রয়োজন হবে। এই কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 1:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO Higher Pension: মাত্র ১১ দিন বাকি! বিরাট সুযোগ সরকারি-বেসরকারি কর্মীদের, মোটা পেনশন EPFO-তে