#নয়াদিল্লি: চাকরিজীবীদের জন্য সুখবর। মোদি সরকার ট্রান্সফার করেছে চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ২০২০-২১ আর্থিক বর্ষে প্রায় ২২.৫৫ কোটি জনতার অ্যাকাউন্টে ৮.৫০ শতাংশ দরে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করেছে। ইপিএফও-র এক আধিকারিক ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে জানিয়েছেন যে, তাঁরা ২০২০-২১ আর্থিক বর্ষে প্রায় ২২.৫৫ কোটি জনতার অ্যাকাউন্টে ৮.৫০ শতাংশ দরে টাকা ট্রান্সফার করেছেন (EPFO has credited an interest rate of 8.50%)। এক নজরে দেখে নেওয়া যাক, নিজেদের প্রভিডেন্ট ফান্ডে টাকা এসেছে কি না তা জানার সহজ উপায়।
এসএমএসের (SMS) মাধ্যমে
ইপিএফও এর কাছে মেসেজ পাঠানোর জন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ পাঠাতে হবে। নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই নম্বরে মেসেজ পাঠাতে হবে। ইপিএফও ইউএএন এলএএন (EPFO UAN LAN) লিখে এই নম্বরে মেসেজ করতে হবে। এলএএন (LAN) এর মানে হল নিজেদের পছন্দের ভাষা। যদি কেউ ইংরাজি ভাষায় তথ্য জানতে চায় তাহলে তাকে এলএএন (LAN) এর জায়গায় লিখতে হবে ইএনজি (ENG)। যদি কেউ তামিল ভাষায় তথ্য জানতে চায় তাহলে তাকে এলএএন (LAN) এর জায়গায় লিখতে হবে টিএএম (TAM)। একই ভাবে হিন্দিতে তথ্য জানার জন্য ইপিএফওএইচও ইউএএন এইচআইএন (EPFOHO UAN HIN) লিখে মেসেজ করতে হবে।
আরও পড়ুন-রাশিফল ৮ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
22.55 crore accounts have been credited with an interest of 8.50% for the FY 2020-21. @LabourMinistry @esichq @PIB_India @byadavbjp @Rameswar_Teli
— EPFO (@socialepfo) December 6, 2021
মিসড কলের মাধ্যমে
ইপিএফ ব্যাল্যান্স জানার জন্য নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিতে হবে ০১১-২২৯০১৪০৬ নম্বরে।
ওয়েবসাইটের মাধ্যমে
অনলাইনে নিজেদের ইপিএফ ব্যালান্স জানার জন্য ভিজিট করতে হবে ইপিএফ পাসবুক পোর্টালে। এই পোর্টালে নিজেদের ইউএএন এবং পাসবইয়ের মাধ্যমে লগ ইন করতে হবে। সেখানে ডাউনলোড/ভিউ পাসবুকে (Download/View Passbook) ক্লিক করতে হবে। এর পর খুলে যাবে নিজেদের পাসবুক, যেখানে নিজেদের ব্যাল্যান্স দেখা যাবে।
আরও পড়ুন-দেখা হল পুরনো গার্লফ্রেন্ডের সঙ্গে, তিনি আবার বর্তমান গার্লফ্রেন্ডের মা! বিপাকে যুবক
উমঙ্গ অ্যাপের মাধ্যমে
যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যাল্যান্স চেক করতে পারবে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে ইপিএফ ব্যালান্স দেখা যেতে পারে। এর জন্য প্রথমেই উমঙ্গ অ্যাপ খুলে ইপিএফও-তে (EPFO) ক্লিক করতে হবে। এর পরে ক্লিক করতে হবে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেসে (Employee Centric Services)। এর পর ক্লিক করতে হবে ভিউ পাসবুকে (View Passbook)। ভিউ পাসবুকে ক্লিক করে এন্টার করতে হবে ইউএএন এবং পাসবই। এর পরে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি এন্টার করার পরেই দেখা যাবে নিজেদের ইপিএফ ব্যালান্স। এভাবেই চেক করা যাবে নিজেদের ইপিএফ ব্যালান্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO