#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ ট্র্যাভেলের পেশায় জড়িতদের জন্য শুভ দিন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ শিল্পীদের জন্য ভালো দিন। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীরের খেয়াল রাখতে হবে। নিজের আর্থিক দিকের দিকেও নিয়ন্ত্রণ আনতে হবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কেরিয়ারের দিকে নজর দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কে অবহেলা করলে চলবে না। কাজের জন্য আপনার পায়ের উপর চাপ পড়ে। তাই আলাদা করে পায়ের যত্ন নিতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। দুশ্চিন্তা কাটাতে বন্ধু প্রিয়জনের সঙ্গে সময় কাটান। নতুন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ কাজের জগতে অনেকেই আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু আপনি নিজের কাজ করে যান, সাফল্য আসবেই।
আরও পড়ুন-দেড় বছর পর রাহুর রাশিচক্র পরিবর্তন! এই ৪ রাশির জাতক-জাতিকাদের ব্যাপক আর্থিক উন্নতি!
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনি রোম্যান্টিক মুডে থাকবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সঙ্গী/সঙ্গিনীর থেকে ভালো খবর পেতে পারেন। ব্যবসায় লেনদেন করার আজ শুভ দিন।।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর।আজ সম্পর্কে নতুন পর্যায় শুরু হতে পারে। কাজের প্রতি আবেগপ্রবণ মনোভাব রাখুন। কর্মক্ষেত্রে নিজের সেরা দেওয়ার চেষ্টা করুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ আপনি কোনও কনফারেন্স বা সেমিনার সঞ্চালনা করতে পারেন। তবে আপনার পছন্দ মাফিক সময় নিয়ে দ্বন্দ্ব হতে পারে। রোজকার খাদ্যাভাসে নজর দিতে হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কর্মক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে হলেও আপনি নিরাশ হবেন না। বরং কাজের প্রতি আপনি নিষ্ঠাবান থাকুন ।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনার সব মনোযোগ কেরিয়ারে না দিয়ে পরিবারকেও সময় দিন। অতীতের কোনও তিক্ত অভিজ্ঞতাকে বর্তমান সম্পর্কে ছাপ ফেলতে দেবেন না ।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আজ পরিবারের সঙ্গে সময় কাটানোর আদর্শ দিন। আর্থিক সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs