Zodiacs| Rahu Rashi Parivartan 2022: দেড় বছর পর রাহুর রাশিচক্র পরিবর্তন! এই ৪ রাশির জাতক-জাতিকাদের ব্যাপক আর্থিক উন্নতি!

Last Updated:
Zodiacs| Rahu Rashi Parivartan 2022: ফের বদলাতে চলেছে রাহুর প্রভাবে রাশির প্রকৃতি। দেখে নিন উপকৃত হতে চলেছে কোন রাশিগুলি?
1/6
রাহু গ্রহটিকে (Rahu Planet) জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি শনির পর সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। যখনই এই গ্রহটি রাশি পরিবর্তন করে, তখনই এটি সমস্ত রাশির মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহুর। সময় লাগে টানা আঠেরো মাস। এবারও ফের বদলাতে চলেছে রাহুর প্রভাবে রাশির প্রকৃতি। দেখে নিন উপকৃত হতে চলেছে কোন রাশিগুলি?
রাহু গ্রহটিকে (Rahu Planet) জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এটি শনির পর সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। যখনই এই গ্রহটি রাশি পরিবর্তন করে, তখনই এটি সমস্ত রাশির মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহুর। সময় লাগে টানা আঠেরো মাস। এবারও ফের বদলাতে চলেছে রাহুর প্রভাবে রাশির প্রকৃতি। দেখে নিন উপকৃত হতে চলেছে কোন রাশিগুলি?
advertisement
2/6
রাহু বিপরীতমুখী গতিতে চলে। আগামী ১২ জুলাই ২০২২ তারিখে রাহু, মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপরে ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। যা এই চারটি রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক একনজরে।
রাহু বিপরীতমুখী গতিতে চলে। আগামী ১২ জুলাই ২০২২ তারিখে রাহু, মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এরপরে ৩০ অক্টোবর ২০২৩ পর্যন্ত এই রাশিতেই থাকবে এই গ্রহ। যা এই চারটি রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
3/6
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)  এই রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর যাত্রা শুভ প্রমাণিত হবে। হঠাৎ বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বেতনভোগীদের বেতন বাড়তে পারে। আয়ের উৎস বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাল কাজের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। পুরনো ঋণ মিটতে পারে।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) এই রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর যাত্রা শুভ প্রমাণিত হবে। হঠাৎ বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বেতনভোগীদের বেতন বাড়তে পারে। আয়ের উৎস বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভাল কাজের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। পুরনো ঋণ মিটতে পারে।
advertisement
4/6
* কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)  রাহুর যাত্রা শুভ কর্কট রাশির জন্যও। পুরনো বিনিয়োগ থেকে ভাল অর্থ পাওয়ার আশা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। হঠাৎ অর্থ প্রাপ্তি। অর্থনৈতিক অবস্থার অভাবনীয় উন্নতির সম্ভাবনা। আপনি যদি চাকরি পরিবর্তন করার ভাবনায় থাকেন, ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রচেষ্টায় সক্ষম হবেন।
* কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22) রাহুর যাত্রা শুভ কর্কট রাশির জন্যও। পুরনো বিনিয়োগ থেকে ভাল অর্থ পাওয়ার আশা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। হঠাৎ অর্থ প্রাপ্তি। অর্থনৈতিক অবস্থার অভাবনীয় উন্নতির সম্ভাবনা। আপনি যদি চাকরি পরিবর্তন করার ভাবনায় থাকেন, ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রচেষ্টায় সক্ষম হবেন।
advertisement
5/6
* বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)  সুখবর এই রাশির জাতক-জাতিকাদের জন্যও। রাহুর উত্তরণ আপনার কর্মজীবনের জন্য শুভ প্রমাণিত হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। যারা চাকরি খুঁজছেন পছন্দের কাজ পেতে পারেন তাঁরা সহজেই। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। পাশাপাশি রয়েছে পদোন্নতির জোরালো সম্ভাবনা। এই সময়টি এই সময়টি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত ব্যক্তিদের জন্য অনুকূল প্রমাণিত হবে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা।
* বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22) সুখবর এই রাশির জাতক-জাতিকাদের জন্যও। রাহুর উত্তরণ আপনার কর্মজীবনের জন্য শুভ প্রমাণিত হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। যারা চাকরি খুঁজছেন পছন্দের কাজ পেতে পারেন তাঁরা সহজেই। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। পাশাপাশি রয়েছে পদোন্নতির জোরালো সম্ভাবনা। এই সময়টি এই সময়টি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত ব্যক্তিদের জন্য অনুকূল প্রমাণিত হবে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা।
advertisement
6/6
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)   এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন অবস্থানে রাহুর যাত্রা শুভ। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা চমৎকার বৃদ্ধি পাবে। সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও বাড়বে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)  এই রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন অবস্থানে রাহুর যাত্রা শুভ। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা চমৎকার বৃদ্ধি পাবে। সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও বাড়বে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।
advertisement
advertisement
advertisement