#নয়াদিল্লি: মাত্র ৫০০০ টাকা ইনভেস্ট করে শুরু করুন এই ব্যবসা আয় (Earn money) করবেন বিপুল লাভ ৷ পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (Post Office Franchise) নিয়ে ভাল টাকা আয় করতে পারবেন ৷ এই সময় দেশে প্রায় ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে ৷ এরপরও অনেক জায়গায় পোস্ট অফিস নেই ৷ সেই কথা মাথায় রেখেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে ৷ দেখে নিন কীভাবে ফ্র্যাঞ্চাইজি পাবেন -
পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি থেকে আয় কমিশনের উপরে হয়ে থাকে ৷ এর জন্য পোস্ট অফিসের তরফে প্রোডাক্ট ও পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ এই সমস্ত পরিষেবার জন্য কমিশন দেওয়া হয়ে থাকে ৷ MOU -তে আগে থেকেই কমিশন ঠিক করা থাকে ৷
কে নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজি-
>> ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ১৮ বছরের বেশি বয়স হতে হবে
>> দেশের যে কোনও নাগরিক ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন
>> ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণির পাস সার্টিফিকেট থাকতে হবে
>> আবেদন করার জন্য সবচেয়ে প্রথমে ফর্ম ফিলআপ করে সাবমিট করতে হবে
>> সিলেকশন হওয়ার পর ইন্ডিয়া পোস্টের সঙ্গে MoU সাইন করতে হবে
ফ্র্যাঞ্চাইজির জন্য আপনাকে কেবল ৫০০০ টাকা খরচ করতে হবে ৷ ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর কমিশনের মাধ্যমে আয় করতে পারবেন ৷ আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা আয় করতে পারবেন ৷ https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf লিঙ্কে গিয়ে ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করতে হবে ৷ এখান থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে ৷
কত টাকা কমিশন ঠিক হয়-
>> রেজিস্টার্ড আর্টিকেলের বুকিংয়ের জন্য ৩ টাকা
>> স্পিড পোস্ট আর্টিকেলের বুকিংয়ের জন্য ৫ টাকা
>> ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের বুকিংয়ে ৩.৫০ টাকা
>> ২০০ টাকার বেশি মানি অর্ডারে ৫ টাকা
>> প্রতি মাসে রেজিস্ট্রি ও স্পিড পোস্টে ১০০০ টাকার বেশি বুকিংয়ে ২০ শতাংশ অতিরিক্ত কমিশন
>> পোস্টেজ স্ট্যাম্প,পোস্টাল স্টেশানরি ও মানি অর্ডার ফর্ম বিক্রিতে সেল অ্যামাউন্ট ৫ শতাংশ
>> রেভিনিউ স্ট্যাম্প, সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্ট্যাম্প বিক্রি-সহ রিটেল সার্ভিসে পোস্টাল ডিপার্টমেন্টের হওয়া আয়ের ৪০ শতাংশ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Earn money, Post Office Franchise