Swiggy: ক্রমাগত লোকসান, দেশের ৫ বড় শহরে এই পরিষেবা বন্ধ করে দিল সুইগি!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Swiggy: যে সব গ্রাহক অগ্রিম দিয়ে রেখেছেন আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
#নয়াদিল্লি: দেশের ৫টি বড় শহরে ‘সুপার ডেলি’ পরিষেবা বন্ধ করে দিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। করোনার সময় আচমকাই হাট-বাজার বন্ধ হয়ে গিয়েছিল। তখন অ্যাপের মাধ্যমে দুধ, মুদিখানা দ্রব্য থেকে শুরু করে তেল, সাবান, শ্যাম্পুর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সুইগি। তবে এই পরিষেবা মিলত সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে। সাবস্ক্রিপশন করা থাকলেই গ্রাহকদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিত অনলাইন ফুড ডেলিভারি সংস্থা।
কেন বন্ধ হয়ে গেল? সুইগি বলছে, এই পরিষেবা দিয়ে লাভ হচ্ছে না কোম্পানির। তাছাড়া এই চ্যালেঞ্জিং সময়ে খরচ এবং লোকসান কম রাখার দিকে ফোকাস করছে কর্তৃপক্ষ। তাই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হল।
advertisement
এই সব শহরে পরিষেবা বন্ধ: যে সব জায়গায় সুইগির ‘সুপার ডেলি’ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে দিল্লি-এনসিআর, মুম্বই, চেন্নাই, পুণে, হায়দরাবাদের মতো বড় শহর। কোম্পানি জানিয়ে দিয়েছে, ১২ মে থেকে এই শহরগুলিতে আর ‘সুপার ডেলি’ পরিষেবা মিলবে না। ১০ মে থেকে নতুন অর্ডার নেওয়ার বন্ধ হয়ে গিয়েছে। যে সব গ্রাহক অগ্রিম দিয়ে রেখেছেন আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
advertisement
তবে বেঙ্গালুরুতে কোম্পানির এই সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা আগের মতোই চলবে। সুইগির সহ-প্রতিষ্ঠাতা এবং সুপার ডেইলির সিইও দানি কিশান এডেপালি বলেছেন যে ব্যবসার পুনর্গঠন করার প্রচেষ্টার অংশ হিসাবে পরিষেবাটি বন্ধ করার জন্য একটি বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে বেঙ্গালুরুতে এই পরিষেবা বাড়ানোর জন্য দ্বিগুণ চেষ্টা করা হবে।
advertisement
আপাতত লক্ষ্য অর্জন: এই পরিষেবা বন্ধের প্রসঙ্গে কর্মচারীদের মেল করে দানি কিশান জানিয়েছেন, ‘এখন আমরা গ্রাহকদের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোম্পানি এখনও লাভের মুখ দেখেনি। তাই এই পরিষেবার পিছনে অর্থ এবং সময় ব্যয় আমরা আর করব না। এভাবে চলতে গিয়ে কোম্পানি তার প্রাথমিক লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে’।
advertisement
তিনি আরও বলেছেন, বাজারে টিকে থাকতে গেলে নিজেদের এমনভাবে সংগঠিত করতে হবে যাতে লক্ষ্যপূরণ সম্ভব হয়। আইআইটি বম্বের দুই প্রাক্তনী শ্রেয়স নাগড়াওয়ানে ও পুনিত কুমার ২০১৫ সালে নিজেদের উদ্যোগে ‘সুপার ডেলি’ পরিষেবা শুরু করেছিলেন। পরে তাঁরা সুইগি-কে ব্যবসা হস্তান্তর করে দেন। ২০১৮-র মাঝামাঝি সুইগি নিজেদের মতো করে এই ব্যবসা চালু করে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 9:31 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Swiggy: ক্রমাগত লোকসান, দেশের ৫ বড় শহরে এই পরিষেবা বন্ধ করে দিল সুইগি!