Petrol price today: উৎপাদন শুল্ক কমানোয় ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে কেন্দ্রের !

Last Updated:

উৎপাদন শুল্কে ছাড় ৪ অক্টোবর থেকে লাগু করা হবে ৷ এর জেরে দিল্লিতে পেট্রোলের দাম ১১০.০৪ টাকা থেকে কমে ১০৫.০৪ টাকা হয়েছে ৷

#নয়াদিল্লি: দিওয়ালির আগে জ্বালানি-স্বস্তি। এক ধাক্কায় অনেকটাই দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol price today)। কেন্দ্র শুল্ক কমানোয় দামে রেহাই। সম্প্রতি দেশের নানা রাজ্যে সেঞ্চুরি পার করেছে ডিজেল ও পেট্রোল। যার জেরে মধ্যবিত্তের নাভিশ্বাস। ঠিক দিওয়ালির আগে সুখবর। একধাক্কায় অনেকটাই উৎপাদন শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার।
পেট্রোল ডিজেলের (Petrol price today) দামের সিংহভাগ চলে যায় করের খাতায়। হিসেব বলছে, ২০২১-এর ৬ জুলাই কলকাতায় লিটার প্রতি পেট্রোলে
advertisement
কর হিসেবে কেন্দ্রের ঘরে গিয়েছে ৩২ টাকা ৯০ পয়সা
রাজ্যের ঘরে ১৯ টাকা ২৭ পয়সা।
advertisement
লিটার পিছু ডিজেলে কেন্দ্রের কর ৩১ টাকা ৮০ পয়সা
রাজ্যের কর ১৩ টাকা ৮ পয়সা
২০১৪ সালে যখন মনমোহন জমানার শেষ, মোদি সরকারের শুরু, তখন এক লিটার পেট্রোলে উৎপাদন শুল্ক হিসেবে কেন্দ্র নিত ৯ টাকা ৪৮ পয়সা। ৭ বছরে সেটাই বেড়ে হয় ৩২ টাকা ৯০ পয়সা ৷
advertisement
এই শুল্কেই এবার কাটছাঁট। ফলে দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol price today)। তবে, এতে তরজা থামেনি। বিজেপি বিরোধীদের প্রশ্ন, এখন তো বিশ্ব বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। এখন কী করে দাম কমাল কেন্দ্র। কেন আগে কমায়নি। তার উপর, বছর গড়ালেই উত্তরপ্রদেশ, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট। তাই কি এখন জ্বালানির দাম কমিয়ে মন জয়ের চেষ্টা? প্রশ্ন বিজেপি বিরোধীদের।
advertisement
উৎপাদন শুল্ক কমানোর জেরে সরকারের প্রতি মাসে ৮৭০০ কোটি টাকা লোকসান হতে চলেছে ৷ অয়েল ইন্ডাস্ট্রির সূত্রের খবর অনুযায়ী, শুল্ক কমানোর জেরে বছরে ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে সরকারের ৷ চলতি আর্থিক বছরের বাকি সময়ের জন্য ৪৩৫০০ কোটি টাকার প্রভাব পড়তে চলেছে ৷ উৎপাদন শুল্কে ছাড় ৪ অক্টোবর থেকে লাগু করা হবে ৷ এর জেরে দিল্লিতে পেট্রোলের দাম ১১০.০৪ টাকা থেকে কমে ১০৫.০৪ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেলের দাম ৯৮.৪২ টাকা থেকে কমে ৮৮.৪২ টাকা হয়ে যাবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol price today: উৎপাদন শুল্ক কমানোয় ১ লক্ষ কোটি টাকা লোকসান হতে চলেছে কেন্দ্রের !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement