#নয়াদিল্লি: দীপাবলির আগে থেকেই পিএফ সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে EPFO-এর তরফে সুদের টাকা ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে ৷ আপনিও যদি উৎসবের আগে পিএফ থেকে টাকা তুলতে চান তাহলে দেখে নিন পুরো পদ্ধতি ৷ ইপিএফ থেকে ১ লক্ষ টাকা অ্যাডভান্স তুলতে পারবেন সাবস্ক্রাইবার্সরা ৷ কোনওরকমের মেডিক্যাল এমারজেন্সির (Medical Emergency) সময় এই টাকা তোলা যেতে পারে ৷
আরও পড়ুন: আবগারি শুল্ক কমানোর পর দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
আগেও মেডিক্যাল এমারজেন্সির সময় ইপিএফ থেকে টাকা তোলা যেত ৷ কিন্তু তখন বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যেত ৷ নয়া মেডিক্যাল অ্যাডভান্স পরিষেবা আগের ব্যবস্থা থেকে অনেকটাই আলাদা ৷ এখানে আপনাকে কোনও বিল জমা দিতে হবে না ৷ আপনাকে কেবল আবেদন করতে হবে এবং তিনদিনের বদলে মাত্র ১ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷
আরও পড়ুন: পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা কমছে দাম! দীপাবলির আগেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের
কীভাবে তুলবেন পিএফ-এর টাকা
আরও পড়ুন: Diwali-র আগেই মেগা বাম্পার খবর! সরষের তেল-সহ সব রকমের ভোজ্য তেলের দামে জোরদার পতন!
পিএফ অ্যাকাউন্টে এখনও সুদের টাকা না ক্রেডিট হয়ে থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ শীঘ্রই এই টাকা ট্রান্সফার করা হবে ৷ জোন হিসেবে টাকা ক্রেডিট করার কারনে সময় লাগতে পারে ৷ ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO subscribers, PF Account