EPFO: PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করল সরকার, অ্যাডভান্স তুলতে চাইলে দেখে নিন কী করতে হবে

Last Updated:

কীভাবে তুলবেন পিএফ-এর টাকা?

#নয়াদিল্লি: দীপাবলির আগে থেকেই পিএফ সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে EPFO-এর তরফে সুদের টাকা ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে ৷ আপনিও যদি উৎসবের আগে পিএফ থেকে টাকা তুলতে চান তাহলে দেখে নিন পুরো পদ্ধতি ৷ ইপিএফ থেকে ১ লক্ষ টাকা অ্যাডভান্স তুলতে পারবেন সাবস্ক্রাইবার্সরা ৷ কোনওরকমের মেডিক্যাল এমারজেন্সির (Medical Emergency) সময় এই টাকা তোলা যেতে পারে ৷
আগেও মেডিক্যাল এমারজেন্সির সময় ইপিএফ থেকে টাকা তোলা যেত ৷ কিন্তু তখন বিল জমা দেওয়ার পর টাকা পাওয়া যেত ৷ নয়া মেডিক্যাল অ্যাডভান্স পরিষেবা আগের ব্যবস্থা থেকে অনেকটাই আলাদা ৷ এখানে আপনাকে কোনও বিল জমা দিতে হবে না ৷ আপনাকে কেবল আবেদন করতে হবে এবং তিনদিনের বদলে মাত্র ১ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷
advertisement
advertisement
কীভাবে তুলবেন পিএফ-এর টাকা
  1. এর জন্য প্রথমে epfindia.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে
  2. ওয়েবসাইটের হোম পেজে উপরে ডান দিকে অনলাইন অ্যাডভান্স ক্লেমে ক্লিক করতে হবে
  3. এরপর unifiedportalmem.epfindia.gov.in/memberinterface এ যেতে হবে
  4. অনলাইন পরিষেবায় গিয়ে ক্লেম ফর্ম 31,19,10 সি এবং ১০ ডি ফিলআপ করতে হবে
  5. ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের চার ডিজিট দিতে হবে
  6. Proceed for Online Claim এ ক্লিক করতে হবে
  7. ড্রপডাউন থেকে PF Advance সিলেক্ট করতে হবে
  8. টাকা তোলার কারণ সিলেক্ট করতে হবে ৷ টাকার অঙ্ক দিয়ে চেকের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷ এরপর নিজের ঠিকানা দিতে হবে ৷
  9. Get Aadhaar OTP-তে ক্লিক করতে হবে এবং আধার লিঙ্কড মোবাইলে পাওয়া ওটিপি দিতে হবে
  10. এইভাবে আপনার ক্লেম ফাইল হয়ে যাবে ৷ এক ঘণ্টার মধ্যে পিএফ ক্লেমের টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে ৷
advertisement
পিএফ অ্যাকাউন্টে এখনও সুদের টাকা না ক্রেডিট হয়ে থাকলে চিন্তার কোনও কারন নেই ৷ শীঘ্রই এই টাকা ট্রান্সফার করা হবে ৷ জোন হিসেবে টাকা ক্রেডিট করার কারনে সময় লাগতে পারে ৷ ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO: PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করল সরকার, অ্যাডভান্স তুলতে চাইলে দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement