Edible Oil Price: Diwali-র আগেই মেগা বাম্পার খবর! সরষের তেল-সহ সব রকমের ভোজ্য তেলের দামে জোরদার পতন!

Last Updated:
Edible Oil Price Reduced|Diwali 2021|Chhat Pujo 2021|Mustard Oil Price Cut Out|Soyabean Oil Price Dropped|Rice Oil Price Dropped|Ground Nut Oils price Dropped: উৎসবের মরশুমে সাধারণ মানুষের মুখে চওড়া হাসি
1/9
সাধারণ মানুষের জন্য বিশাল খবর ৷ কেননা দীপাবলি (Diwali 2021) ও ছটপুজোর (Chhat Pujo 2021) আগে সাধারণ মানুষের জন্য বিরাট উপহার ৷ ভোজ্য তেল ফের সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সাধারণ মানুষের জন্য বিশাল খবর ৷ কেননা দীপাবলি (Diwali 2021) ও ছটপুজোর (Chhat Pujo 2021) আগে সাধারণ মানুষের জন্য বিরাট উপহার ৷ ভোজ্য তেল ফের সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
ভোজ্য তেলের দাম কমাতে একটু স্বস্তি যে ফিরবে সাধারণ মানুষের ঘরে এটি বলাই যায় (Edible Oil Price has been dropped as a result Common people can be relaxed) ৷ আদামি উইলমার, রুচি সয়া ইন্ডাস্ট্রিজ-সহ সমস্ত প্রথম সারির ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা লিটার প্রতি ৪-৭ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ভোজ্য তেলের দাম কমাতে একটু স্বস্তি যে ফিরবে সাধারণ মানুষের ঘরে এটি বলাই যায় (Edible Oil Price has been dropped as a result Common people can be relaxed) ৷ আদামি উইলমার, রুচি সয়া ইন্ডাস্ট্রিজ-সহ সমস্ত প্রথম সারির ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থা লিটার প্রতি ৪-৭ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
বাকি সমস্ত সংস্থার পক্ষ থেকেও দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে (Rest of the organisation might be dropped price) ৷ প্রতীকী ছবি ৷
বাকি সমস্ত সংস্থার পক্ষ থেকেও দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে (Rest of the organisation might be dropped price) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
জেমিনি এডিবিল অয়েল অ্যান্ড ফ্যাটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Hyderabad), মোদি ন্যাচার‌্যালস দিল্লি (Modi Naturals, Delhi), গোকুল রিফাইস অ্যান্ড সলটেড লিমিটেড সিদ্রাপুর, (Gokul Refnes and Salted Limited Sidrapur), বিজয় সলভেক্স লিমিটেড, আলওয়ার Vijay Solvex Ltd (Alwar), গোকুল অ্যাগ্রো রিসোর্সেস লিমিটেড অ্যান্ড প্রোটিনস প্রাইভেট লিমিটেড ৷ Gokul Agro Resources Ltd and NK Proteins Pvt Ltd (Ahmedabad), প্রমুখ সংস্থা ভোজ্য তেলের হোলসেল রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
জেমিনি এডিবিল অয়েল অ্যান্ড ফ্যাটস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (Hyderabad), মোদি ন্যাচার‌্যালস দিল্লি (Modi Naturals, Delhi), গোকুল রিফাইস অ্যান্ড সলটেড লিমিটেড সিদ্রাপুর, (Gokul Refnes and Salted Limited Sidrapur), বিজয় সলভেক্স লিমিটেড, আলওয়ার Vijay Solvex Ltd (Alwar), গোকুল অ্যাগ্রো রিসোর্সেস লিমিটেড অ্যান্ড প্রোটিনস প্রাইভেট লিমিটেড ৷ Gokul Agro Resources Ltd and NK Proteins Pvt Ltd (Ahmedabad), প্রমুখ সংস্থা ভোজ্য তেলের হোলসেল রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এসইএ মাধ্যমে নিজেদের সদস্যদের উৎসবের মরশুমে যাতে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে রান্নার তেল কিনতে না হয় তাই পাইকারী দাম যাতে না বাড়ে সেই বিষয়ে দেখার নির্দেশ দিয়েছেন (In the season of festival the edible price dropped) ৷ ভোজ্য তেল সংস্থার সভাপতি অতুল চতুর্বেদী এক বয়ানে জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে প্রতিক্রিয়া অত্যন্ত উৎসাহজনক ৷ প্রতীকী ছবি ৷
এসইএ মাধ্যমে নিজেদের সদস্যদের উৎসবের মরশুমে যাতে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে রান্নার তেল কিনতে না হয় তাই পাইকারী দাম যাতে না বাড়ে সেই বিষয়ে দেখার নির্দেশ দিয়েছেন (In the season of festival the edible price dropped) ৷ ভোজ্য তেল সংস্থার সভাপতি অতুল চতুর্বেদী এক বয়ানে জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে প্রতিক্রিয়া অত্যন্ত উৎসাহজনক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
পাইকারী দাম ৪,০০০-৭,০০০ টাকা প্রতি টনে (৪-৭ টাকা প্রতি লিটারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে) ৷ বাকি সংস্থাও ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পাইকারী দাম ৪,০০০-৭,০০০ টাকা প্রতি টনে (৪-৭ টাকা প্রতি লিটারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে) ৷ বাকি সংস্থাও ভোজ্য তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
মিঃ চতুর্বেদী জানিয়েছেন সয়াবিন ও বাদাম চাষ খুব ভাল হয়েছে ফসল বাজারে আসছে একই সঙ্গে ৷ এরফলে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে সরষের চাষের ক্ষেত্রেও বিশেষ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মিঃ চতুর্বেদী জানিয়েছেন সয়াবিন ও বাদাম চাষ খুব ভাল হয়েছে ফসল বাজারে আসছে একই সঙ্গে ৷ এরফলে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে সরষের চাষের ক্ষেত্রেও বিশেষ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
উৎসবের মরশুমে সঙ্গে বিবাহ বা আনন্দ অনুষ্ঠানে ভোজ্য তেলের দাম আরও কমতে পারে (The price of Mustard Oil also been dropped) ৷ ঘরোয়া বাজারের প্রভাবে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷
উৎসবের মরশুমে সঙ্গে বিবাহ বা আনন্দ অনুষ্ঠানে ভোজ্য তেলের দাম আরও কমতে পারে (The price of Mustard Oil also been dropped) ৷ ঘরোয়া বাজারের প্রভাবে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম কমতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
আন্তর্জাতিক বাজার যেমন ইন্দোনেশিয়া (Indonesia), ব্রাজিল (Brazil) ও অন্যান্য দেশেও জ্বালানির দাম কমছে ৷ ভারত মোট প্রয়োজনের ৬০ শতাংশ ভোজ্য তেল আমদানি করে বিদেশ থেকে ৷ প্রতীকী ছবি ৷
আন্তর্জাতিক বাজার যেমন ইন্দোনেশিয়া (Indonesia), ব্রাজিল (Brazil) ও অন্যান্য দেশেও জ্বালানির দাম কমছে ৷ ভারত মোট প্রয়োজনের ৬০ শতাংশ ভোজ্য তেল আমদানি করে বিদেশ থেকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement